১২২ বছরের ঐতিহ্যমন্ডিত স্কুলে সাংস্কৃতিক অনুষ্ঠান, বাঁধ ভাঙা উচ্ছাস পড়ুয়া, অভিভাবকদের!

নিজস্ব সংবাদদাতা, দাসপুর: পশ্চিম মেদিনীপুরের নাড়াজোল ২ চক্রের অধিন নবীন মহেশপুর কামিনী বালা প্রাথমিক বিদ্যালয়ে পড়ুয়াদের নিয়ে অনুষ্ঠিত হল সাংস্কৃতিক অনুষ্ঠান।

১৯০৩ সালে স্কুলটি প্রতিষ্ঠা হয় এই স্কুলের। সেই স্কুলে এমন অনুষ্ঠানে অংশ নিতে পেরে স্কুলের ছাত্রছাত্রী, শিক্ষক, অভিভাবকরা বেজায় খুশি।

এই বছর সরস্বতী পুজো উপলক্ষ্যে ৫ ফেব্রুয়ারি এই সাংস্কৃতিক প্রতিযোগিতার আয়োজন করেন স্কুলের প্রধান শিক্ষক তপন মাইতি ও স্কুলের সমস্ত শিক্ষকগণ। বুধবার সুসজ্জিত প্রভাত ফেরি দিয়ে অনুষ্ঠানের সূচনা হয়।

এর পর আনুষ্ঠানিক উদ্বোধনে অতিথি হিসাবে উপস্থিত ছিলেন নবীন মহেশপুর কে কে বি হাইস্কুলে প্রধান শিক্ষক অজয় পোড়ে, নবীন মহেশপুর কামিনী বালা প্রাথমিক বিদ্যালয়ের পরিচালন কমিটির সভাপতি কার্তিক ভুঁইয়া, স্কুল পড়ুয়াদের অভিভাবক, অভিভাবিকা, প্রাক্তন ছাত্রছাত্রী সহ এলাকার অসংখ্য মানুষ।

প্রাক প্রাথমিক থেকে দ্বিতীয় শ্রেণি এবং তৃতীয় থেকে পঞ্চম শ্রেণি পর্যন্ত ২টি বিভাগে আয়োজন হয় আবৃত্তি ও অঙ্কন প্রতিযোগিতা। শুধু তাই নয় অভিভাবকদের জন্য ছিল মিউজিক্যাল বল। ছাত্রছাত্রীরা রবীন্দ্র সঙ্গীত, রবীন্দ্র নৃত্য ও ক্যুইজ প্রতিযোগিতায় অংশ নেয়। বিকেলে যেমন খুশি সাজোর আয়োজনও করা হয়। সন্ধ্যায় নৃত্যানুষ্ঠান, গীতিনাট্যের মধ্যে দিয়ে শেষ হয় সাংসৃতিক অনুষ্ঠান।

স্কুলে এমন একটা অনুষ্ঠানের আয়োজন করতে পেরে কর্তৃপক্ষ যেমন খুশি, তেমন ছাত্রছাত্রী এবং অভিভাবকরাও সবাই খুব উৎসাহ উদ্দিপনার সঙ্গে অনুষ্ঠানে অংশ নেন। সবার সহযোগিতায় সার্বিক ভাবে সর্বাঙ্গীণ সুন্দর একটি অনুষ্ঠানের আয়োজন করতে পেরে প্রধান শিক্ষক তপন মাইতি সবাইকে ধন্যবাদ জানিয়েছেন।

https://www.facebook.com/share/v/14uuevfSnp/

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *