ব্যুরো রিপোর্ট: মধ্যপ্রদেশের ইন্দোরে এক মর্মান্তিক ঘটনা সামনে এল বুধবার। রাতে তৃতীয় লিঙ্গের প্রায় ২৫ জন মানুষ ফিনাইল খেয়ে আত্মহত্যার চেষ্টা করেন। তাঁদের উদ্ধার করে সরকারি হাসপাতালে ভর্তি করানো হয়েছে। কী কারণে ২৫ জন এভাবে এক সঙ্গে ফিনাইল খেয়ে আত্মহত্যার চেষ্টা করলেন তা এখনও স্পষ্ট নয়।
ইন্দোরের সরকারি মহারাজা যশবন্তরাও হাসপাতালের (MYH) দায়িত্বপ্রাপ্ত সুপারিনটেনডেন্ট বসন্ত কুমার নিঙ্গওয়াল সংবাদ সংস্থাকে বলেন, “ট্রান্সজেন্ডার সম্প্রদায়ের প্রায় ২৫ জনকে আমাদের হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাঁরা একসঙ্গে ফিনাইল খেয়েছেন বলে জানা গিয়েছে। তবে এখনই সে সম্পর্কে নির্দিষ্ট করে কিছু বলা সম্ভব হচ্ছে না।” একই সঙ্গে তিনি জানান, রোগীদের কারোরই অবস্থা গুরুতর ছিল না, এখন প্রত্যেকেই বিপদমুক্ত।
গোটা ঘটনার তদন্ত শুরু করেছে ইন্দোরের পুলিশ। তবে, তাঁরা কেন গণআত্মহত্যার চেষ্টা করিছিলেন তা স্পষ্ট নয়। ঘটনা সম্পর্কে জানতে চাইলে অতিরিক্ত ডেপুটি কমিশনার অফ পুলিশ রাজেশ দন্ডোটিয়া বলেন, “তদন্ত সম্পূর্ণ হলেই বলা সম্ভব তাঁরা কী খেয়েছিলেন এবং কেন খেয়েছিলেন। এখনই অনুমানের ভিত্তিতে কিছু বলা সম্ভব নয়।” তবে নাম প্রকাশে অনিচ্ছুক অন্য এক পুলিশকর্তা জানিয়েছেন, এই ঘটনাটি তৃতীয় লিঙ্গের মানুষদের দুটি স্থানীয় গোষ্ঠীর মধ্যে বিরোধের সঙ্গে কোনও ভাবে সম্পর্কিত হতে পারে।