বিপদ সীমার ওপর দিয়ে বইছে ৩টি নদী, ৪-৫ দিনের জল আরও বাড়তে পারে

নিজস্ব সংবাদদাতা, ঘাটাল: বিপদসীমার উপর দিয়ে বইছে শিলাবতী রূপনারায়ণ কংসাবতী। পরিস্থিতির দিকে নজর রাখছে প্রশাসন। সেই সঙ্গে সব রকম পরিস্থিতি মোকাবিলায় রয়েছে তৈরি। আজ ঘাটালে টাউন হলে প্রশাসনিক বৈঠকের পর সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে এ কথা জানালেন জেলাশাসক খুরশিদ আলী কাদরী। তিনি আরও জানিয়েছেন মুখ্যমন্ত্রীও নিয়মিত খবর নিচ্ছেন ঘাটালের বন্যা পরিস্থিতি নিয়ে। বৈঠকে ছিলেন ঘাটালের মহকুমা শাসক সুমন বিশ্বাস, চন্দ্রকোনার বিধায়ক অরূপ ধাড়া, দাসপুরের বিধায়ক মমতা ভুঁইয়া, দাসপুর ২ নম্বর ব্লকের জেলা পরিষদ সদস্য আশিস হুদাইত সহ অন্যান্য প্রশাসনিক কর্তারা।

জেলাশাসক জানিয়েছেন এই মরশুমে ১১৫ জনকে সাপে কামড়েছে। তাদের চিকিৎসা চলছে হাসপাতাল গুলিতে পর্যাপ্ত পরিমাণ অ্যান্টিভেনাম এবং অন্যান্য ওষুধ মজুত রয়েছে। বন্যা দুর্গত এলাকা গুলিতে বিনা পয়সায় নৌকা চালানো হচ্ছে, উদ্ধার কার্যের জন্য আলাদা করে বোটের ব্যবস্থা রয়েছে। সেই সঙ্গে সকাল জানিয়েছেন বিভিন্ন এলাকায় যেখানে বাঁধের যা যা ক্ষতি হয়েছে সেগুলি মেরামত হচ্ছে।

আগামী চার-পাঁচটা দিন খুবই গুরুত্বপূর্ণ। কারণ ঝাড়খন্ড বা আরো উপরের দিকে যে বৃষ্টির জল সেগুলি নদীর মাধ্যমে বিভিন্ন ব্যারেজ দিয়ে ছাড়ার পর নেমে আসবে আমাদের এলাকায়। তখন পরিস্থিতি কি দাঁড়ায় সেদিকে নজর রাখছে প্রশাসন।

বর্তমান পরিস্থিতিতে বন্যা কবলিত এলাকাগুলিতে কেউ কোনো রকম অসুবিধায় পড়লে ব্লক কন্ট্রোল রুম বা মহাকুমা কন্ট্রোল রুমে ফোন করতে পারেন, প্রশাসন পাশে থাকবে। একই সঙ্গে তিনি জানিয়েছেন যে অযথা জলে যেন কেউ না নামেন তাতে নানা রকম বিপদ হতে পারে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *