বন্যা থেকে বাঁচতে গুরুত্বপূর্ণ রাজ্য সড়ক অবরোধ করে আন্দোলন শুরু

নিজস্ব সংবাদদাতা, দাসপুর: সমস্যা সমাধান না হওয়ায় পাঁশকুড়া ও দাসপুর বন্যা প্রতিরোধ কমিটি, ফের আন্দোলনের পথে। বৃহস্পতিবার পূর্ব মেদিনীপুরের খুকুড়দহ কালী বাজারে রাজ্য সড়ক অবরোধ করা হল।

কমিটির দাবি, কালী বাজার সংলগ্ন কংসাবতী নদীতে অপরিকল্পিত ভাবে হিউম পাইপ বসিয়ে সেতু নির্মাণের কাজ চলছে। যার ফলে জলের চাপে বাঁধ ভেঙে বন্যা পরিস্থিতি তৈরি হচ্ছে পাঁশকুড়াও দাসপুর থানা এলাকার বিস্তীর্ণ অঞ্চলে। এরই প্রতিবাদে গত ৩ জুলাই এই কালী বাজারে এক গণকনভেশনের আহ্বান করা হয়। সেখান থেকে হুঁশিয়ারি দেওয়া হয় সমস্যার দ্রুত সমাধান না হলে ফের মানুষের স্বার্থে আন্দোলন শুরু হবে।

কমিটির দেওয়া সময়সীমা পার হয়ে যাওয়ার পরও সমস্যা সমাধানে প্রশাসনের তরফে কোনও তৎপরতা দেখা যায়নি। তাই বৃহস্পতিবার কালী বাজারে ঘাটাল পাঁশকুড়া রাজ্য সড়ক অবরোধ করে আন্দোলন শুরু হয়। কয়েকশো প্রতিবাদী মানুষকে নেতৃত্ব দেন পূর্ব মেদিনীপুর জেলা সিপিআইএম সম্পাদক নিরঞ্জন সিহি, পাঁশকুড়া পূর্বের প্রাক্তন বিধায়ক ইব্রাহিম আলি, দাসপুরের প্রাক্তন বিধায়ক সুনীল অধিকারী, দুই জেলার সিপিআইএম নেতৃত্ব। ছিলে মেঘনাদ ভূঁইয়া, রঞ্জিত পাল, শ্যাম জানা, গণেশ সামন্ত, মহাদেব মাইতিরা।

প্রায় ১ ঘণ্টা পথ অবরোধ চলে। শেষ পর্যন্ত পুলিশ প্রশাসনের তরফে বিষয়টি জেলা শাসকদের জানানোর প্রতিশ্রুতি দেওয়া হয়। তার পরই অবরোধ ওঠে। তবে সমস্যার দ্রুত সমাধান না হলে আরও বৃহত্তর আন্দোলন শুরু হবে বলে হুঁশিয়ারি দেওয়া হয়েছে আন্দোলনকারীদের তরফে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *