ব্যুরো রিপোর্ট: ভারতীয় ক্রিকেট দলের প্রাক্তন উইকেটকিপার ব্যাটসম্যান দীনেশ কার্তিকের ইনস্টাগ্রামে একটি ভিডিও পোস্ট ঘিরে তৈরি হয়েছে জল্পনা। দক্ষিণ আফ্রিকায় হতে চলা ২০২৭ সালের ওয়ানডে ক্রিকেট বিশ্বকাপের জন্য কোহলির পরিকল্পনা সম্পর্কে বিরাট ইঙ্গিত দিয়েছেন। বিরাট ইতিমধ্যেই টেস্ট এবং টি-টোয়েন্টি থেকে অবসর নিলেনও ওয়ানডে খেলার জন্য দৃঢ়প্রতিজ্ঞ বলে মনে করছেন কার্তিক।
সামনের রবিবার থেকে শুরু হতে চলেছে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ওয়ানডে সিরিজ। সেখানে মাঠে থাকবেন বিরাট কোহলিও। আইপিএলে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর হয়ে কোহলির সঙ্গে খেলা কার্তিক তাঁর ভিডিয়োয় বলেছেন, এই তারকা ব্যাটসম্যান (কোহলি) পরবর্তী ওয়ানডে বিশ্বকাপে খেলার ব্যাপারে সিরিয়াস, মাঠের বাইরে থাকাকালীন কোহলি লন্ডনে যে কঠোর অনুশীলন করছেন তাও তুলে ধরেছেন কার্তিক। সপ্তাহে অন্তত ২-৩ সেশন অনুশীলন করছিলেন কোহলি। “এখন এটাই বোঝা যাচ্ছে যে এই বিশ্বকাপে খেলতে চাওয়ার ব্যাপারে সত্যিই আগ্রহী কোহলি। আর যদি কোহলি পাশে থাকে, তাহলে আমার মতে কোনও টেনশন নেই। কারণ সে জানে চাপের মধ্যে কী করতে হয়। এবং সে বারবার তা করেছে। এবং আমি খুব আত্মবিশ্বাসী যে সে আবারও তা করবে।”
সেই সঙ্গে কার্তিক আগের বিশ্বকাপ এবং গত ২০১৮ সালের দক্ষিণ সহ বেশ কিছু সিরিজের কথা এবং পরিসংখ্যান তুলে ধরে দাবি করেন কোহলি থাকাটা দলের পক্ষে কতটা জরুরি। তার ফলে অন্য ব্যাটাররাও নিশ্চিন্তে চালিয়ে খেলতে পারেন। কারণ ভুলভাল কিছু হয়ে গেলে তাঁরা জানেন বিরাট কোহলি সবটা সামনে নেবেন।
এখন কার্তিক হঠাৎ কেন এই ভিডিও প্রকাশ করলেন তা নিয়ে নানা মুনির নানা মত। তবে কোহলির পারফর্মেন্স দ্বারা প্রভাবিত কার্তিক তাঁকে খুব বেশি করে চাইছেন ২০২৬ দক্ষিণ আফ্রিকার বিশ্বকাপে এটা পরিষ্কার। এবার সময় বলবে কোহলি দলে থাকবেন নাকি নতুন কাউকে তাঁর জায়গায় সুযোগ দেওয়া হবে।