নিজস্ব সংবাদদাতা, দাসপুর: যখন চারদিকে উৎসবের সুর, ঢাকের আওয়াজে ভেসে আসছে মা দুর্গার আগমনী বার্তা— তখনই পশ্চিম মেদিনীপুরে দাসপুরের এক ছোট্ট গ্রামে অন্যরকম এক আনন্দের আলো জ্বালালো DEWS (Daspur Euphoric Welfare Society)। সংগঠনের পক্ষ থেকে ২৫ সেপ্টেম্বর দুর্গোৎসব উপলক্ষে বাড়জালালপুরের রাধাকৃষ্ণ মন্দির প্রাঙ্গণে প্রায় ১৬০ জন দরিদ্র মহিলার হাতে নতুন শাড়ি তুলে দেওয়া হল।
এই কর্মসূচিকে কেন্দ্র করে সকাল থেকেই মন্দিরচত্বরে ভিড় জমে যা। কারও মুখে কৌতূহল, কারও চোখে একটুখানি আশা। হাতে শাড়ি পাওয়ার পর অনেকের মুখেই ঝলমল করে উঠল এক অব্যক্ত হাসি— যেন মা দুর্গার আগমনের আসল বার্তা। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অবসরপ্রাপ্ত জেলা বিদ্যালয় পরিদর্শক দিলীপকুমার খাঁড়া, বিশিষ্ট সাংবাদিক কমল কৃষ্ণ বেরা, অবসর প্রাপ্ত শিক্ষক দুলাল সামন্ত, স্থানীয় গ্রামপঞ্চায়েত প্রতিনিধি জগবন্ধু ঘোষ সহ এলাকার অন্যান্য বিশিষ্ট ব্যক্তিরা।
প্রতিবছরই DEWS দাসপুরের বাড়জালালপুর, জ্যোতদণ্ডি, বাঁশখাল, কলাইকুন্ডু, সুলতাননগর ও পাঁচবেড়িয়া গ্রামের অসহায় মহিলাদের হাতে শাড়ি ও খাদ্যদ্রব্য তুলে দেয়। সংগঠনের সম্পাদক ডক্টর সুমন্ত কুমার খাঁড়া বলেন, “দুর্গাপূজো মানেই আনন্দ, নতুন পোশাক, উৎসবের উচ্ছ্বাস। কিন্তু সমাজের কিছু মায়েরা সেই আনন্দ থেকে বঞ্চিত থাকেন। দারিদ্রতার কশাগাতে দুর্গাপূজায় নতুন শাড়ি পরা তাদের হয়ে ওঠে না। আর তাই তাঁদের মুখে হাসি ফোটানোই আমাদের উদ্দেশ্য। মা দুর্গা তো মাতৃত্ব ও করুণার প্রতীক— তাই ধরিত্রীর মায়েদের সুখেই আমরা মা দুর্গাকে খুঁজে পাই।”