ইশা আম্বানি ও আকাশ আম্বানির জন্মদিনের উৎসবকে কেন্দ্র করে আবারও আলোচনায় এসেছে জামনগর। বলিউড তারকা দিশা পটানি এবং অর্জুন কাপুর বৃহস্পতিবার সেখানে পৌঁছন, আর মুহূর্তের মধ্যেই ভাইরাল হয় তাঁদের আগমনের ভিডিও। ক্যামেরায় ধরা পড়ে তাঁদের ‘চিক’ ট্র্যাভেল লুক। বিমানবন্দর থেকে বেরিয়ে আসার সময় দু’জনকে দেখা যায় একসঙ্গে হাসিমুখে, চারপাশের ভক্তদের দিকে হাত নাড়িয়ে শুভেচ্ছা জানাতে।
👗 দিশার লুকে ঝলক গ্ল্যামারের, অর্জুনের স্টাইলেও কুল টাচ
দিশা পটানি ছিলেন একেবারে সিম্পল অথচ ঝকঝকে সাজে — কালো রঙের ক্রপ টপ, তার সঙ্গে ব্যাগি অ্যাসিড-ওয়াশ ডেনিম, চোখে গাঢ় সানগ্লাস আর সামান্য গয়না। তাঁর ‘মিনিমাল’ লুকেই মুগ্ধ অনুরাগীরা।
অন্যদিকে অর্জুন কাপুরও ছিলেন সম্পূর্ণ কালো পোশাকে — রিল্যাক্সড শার্ট আর ট্রাউজারে, সঙ্গে তাঁর চেনা কুল-চরিত্রের আভাস।
🎥 সোশ্যাল মিডিয়ায় ভাইরাল ভিডিও, ভক্তদের প্রশংসা
মনব মঙ্গলানির ইনস্টাগ্রাম পেজে পোস্ট হতেই ভিডিওটি ছড়িয়ে পড়ে সর্বত্র। কমেন্ট সেকশন ভরে যায় প্রশংসায়— কেউ লিখেছেন, “দিশা একেবারে গর্জিয়াস!”, কেউ বা অর্জুনের ‘ক্যাজুয়াল চার্ম’-এর প্রশংসায় পঞ্চমুখ।
অনেকে আবার লিখেছেন, “সবচেয়ে স্টাইলিশ জুটি আসছে আম্বানিদের পার্টিতে!”
🎉 আম্বানিদের জন্মদিন মানেই গ্ল্যামার ও আভিজাত্যের উৎসব
ইশা ও আকাশ আম্বানির জন্মদিনের এই উৎসব ঘিরে প্রতি বছরই ভিড় জমে বলিউডের প্রথম সারির তারকাদের। এবারও তার ব্যতিক্রম নয় — ক্রমেই আসছেন আরও সেলিব্রিটি অতিথিরা। জামনগরের এই পার্টি ইতিমধ্যেই হয়ে উঠেছে সিজনের সবচেয়ে আলোচিত সোশ্যাল ইভেন্ট।