সুপ্রিম কোর্টে বিরাট জয়, বামেদের লড়াইয়ে বাংলায় ফিরছে ১০০ দিনের কাজ, খারিজ কেন্দ্রের আবেদন!

নয়াদিল্লি: রাজ্যে ফের চালু হতে যাচ্ছে Mahatma Gandhi National Rural Employment Guarantee Act (MGNREGA) প্রকল্পে একশো দিনের কাজ। সোমবার ২৭ অক্টোবর Supreme Court of India কেন্দ্রীয় সরকারের দায়ের করা আবেদন খারিজ করে দিয়েছে। ওই আবেদন ছিল কলকাতা হাইকোর্টের নির্দেশের বিরুদ্ধে। যে নির্দেশে আদালত বলেছিল — ২০২৫ সালের ১ আগস্ট থেকে পশ্চিমবঙ্গে MGNREGA প্রকল্প পুনরায় চালু করতে হবে।

সুপ্রিম কোর্টের বেঞ্চে ছিলেন বিচারপতি বিক্রম নাথ ও সন্দীপ মেহতা। বিরলতম সংক্ষিপ্ত রায়ে তাঁরা জানান, “আমরা মনে করি না যে হাই কোর্টের রায়ে কোনও হস্তক্ষেপ প্রয়োজন। কেন্দ্রের আবেদন (SLP) খারিজ করা হচ্ছে।”

উল্লেখ্য, ২০২২ সাল থেকে পশ্চিমবঙ্গে MGNREGA প্রকল্পে টাকা আটকে রাখে কেন্দ্রীয় সরকার। তাদের অভিযোগ ছিল টাকা তছরূপ করা হয়েছে। এর তদন্তে পশ্চিম বঙ্গের ৪টি জেলাকে জরিমানাও করা হয়। সেই জরিমানার টাকাও রাজ্য সরকার কেন্দ্রের কাছে জমা করে। ফলে রাজ্য সরকার প্রকারন্তরে মেনেও নেয় যে ১০০ দিনের কাজে দুর্নীতি হয়েছে। তবে জরিমানার টাকা দিলেও কারোর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়েছে বলে আজ পর্যন্ত শোনা যায়নি। এর ফলে রাজ্যের লক্ষ লক্ষ গ্রামীণ ক্ষেতমজুর, শ্রমিক কাজ হারিয়েছিলেন।

হাই কোর্টের রায়ে বলা হয়েছিল, বেতন অনিয়ম বা দুর্নীতির অভিযোগ থাকলেও প্রকল্প অনির্দিষ্টকালের জন্য বন্ধ রাখা যায় না। আদালত বলেছে, “এই আইনের মূল উদ্দেশ্যই হল গ্রামীণ মানুষের জীবিকা সুরক্ষা। তদন্ত চলতে পারে, তবে নতুন ভাবে কাজ বন্ধ রাখা জনস্বার্থের পরিপন্থী।”

এই প্রসঙ্গে, সিপিআইএম সাংসদ তথা আইনজীবী বিকাশ রঞ্জন ভট্টাচার্যের ভূমিকা লক্ষ্যনীয়। তিনি এই মামলায় সহায়কারী প্রতিনিধি বা পিটিশনের পক্ষে যুক্তি তুলে ধরেন। বিশেষ করে, হাই কোর্টে তিনি তুলে ধরেন, যে যাঁরা MGNREGA-র অধীনে কাজ করেছেন, তাঁদের টাকা ও কার্যদিবসের ক্ষতিপূরণ পাওয়ার অধিকার রয়েছে, এবং সেই অধিকার দীর্ঘস্থায়ীভাবে স্থগিত থাকা উচিত না। উল্লেখযোগ্যভাবে, হাই কোর্টের ১৮ জুন ২০২৫-এ বিকাশ রঞ্জন ভট্টাচার্য যুক্তি হাফনামাও জমা করেন।

রায়ে বলা হয়েছে, “যেখানে পূর্ববর্তী দুর্নীতির তদন্ত চলছে, সেখানে ভবিষ্যতের জন্য প্রকল্প বন্ধ রাখা যায় না” — আর সেটিই ছিল বিকাশ রঞ্জন ভট্টাচার্য-সহ পিটিশনের যুক্তি। এই রায়ের ফলে রাজ্যের গ্রামীণ শ্রমজীবী মানুষের জন্য ফের উন্মুক্ত হল ১০০ দিনের কাজের প্রকল্পের দরজা। আর এই গোটা বিষয়টিকে নিজেদের জয় হিসাবে দেখছেন বামপন্থীরা। কারণ রাজ্য সরকার ১০০ দিনের কাজ নিয়ে কেন্দ্রের বিরুদ্ধে সুপ্রিম কোর্টে যায়নি। মামলা করা হয় বামপন্থী একাধিক সংগঠনের তরফে। শেষ পর্যন্ত কেন্দ্রের বিরুদ্ধে লড়ে সেই মামলায় জয় হল সাধারণ খেটে খাওয়া মানুষের।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *