ব্যুরো রিপোর্ট: ভিন রাজ্যে আলু (Potato) রফতানি আটকে দিয়ে বর্ধিত দাম (Price Hike) কমাতে চাইছে রাজ্য সরকার (WB Government)। আর তার প্রতিবাদে কর্মবিরতির ডাক দিয়েছে প্রগতিশীল আলু ব্যবসায়ী সমিতি। তার ফল, আলুর দাম রাজ্যের বিভিন্ন বাজারে বাড়ছে হুহু করে। মুখ্যমন্ত্রীর নির্দেশে হরিপালে বুধবারআলু ব্যবসায়ীদের সঙ্গে বৈঠকে বসার কথা কৃষি বিপনন মন্ত্রী বেচারাম মান্না এবং পঞ্চায়েত মন্ত্রী প্রদীপ মজুমদারের।
রবিবার থেকে কর্মবিরতি শুরু হওয়ার পরই ৩০ টাকার আলু এক ধাক্কায় ৪২ থেকে ৪৫ এমনকি কোথাও কোথাও তা ৫০ টাকা প্রতি কেজিতে পৌঁছে গিয়েছে। এই অচলাবস্থা চলতে তা আরও বাড়তে পারে বলে আশঙ্কা। বিষয়টি নিয়ে মঙ্গলবারই বৈঠক করেন মমতা বন্দ্যোপাধ্যায়, দেন কড়া বার্তাও। বুধবারের বৈঠকে যদি সমাধান সূত্র বার হয় তবে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসতে পারে।
এদিকে টাস্ক ফোর্সের প্রধান রবীন্দ্রনাথ কোলেও কড়া কথা শুনিয়েছেন ধর্মঘটকারী ব্যবসায়ীদের। তিনি বলেছেন, এই আচরণ বন্ধ না করলে সরকার কড়া হবে। সে ক্ষেত্রে হয়তো ব্যবসায়ীদের এই সংগঠনই উঠে যাবে। ব্যবসায়ীদের তরফলেও আশা প্রকাশ করে জানানো হয়েছে, জট কেটে যাবে। টাস্ক ফোর্সের তরফে জানানো হয়েছে রাজ্যে আলুর দাম নিয়ন্ত্রণে চলে এসেই আবার বাইরে আলু রফতানির ব্যবস্থা করা হবে।