আদানিদের চুক্তি করাতেই কি দিল্লি বিস্ফোরণের পর দিনই মোদিকে ভূটান ছুটতে হল? উঠছে প্রশ্ন!

দিল্লিতে বিস্ফোরণের পরদিনই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি রওনা দেন দুই দিনের ভুটান সফরে। যা নিয়ে তুমুল বিতর্ক তৈরি হয়। দেশের বিপদের দিনে কেন প্রধানন্ত্রীকে বিদেশ সফর করতে হচ্ছে তা নিয়ে প্রশ্ন উঠতে শুরু করে। সেই বিতর্কের মাঝেই সামনে এল গুরুত্বপূর্ণ কিছু তথ্য।

এই বিদেশ সফরেই ভারত ও ভুটানের মধ্যে শক্তি-সহযোগিতা আরও বিস্তৃত হয়। ভুটানের সরকারি সংস্থা Druk Green Power Corporation (DGPC)-এর সঙ্গে ভারতের তিনটি শীর্ষস্থানীয় বেসরকারি সংস্থা—আদানি গ্রুপ, টাটা পাওয়ার ও রিলায়েন্স পাওয়ার—একাধিক জলবিদ্যুৎ প্রকল্পে বিনিয়োগের জন্য চুক্তি স্বাক্ষর করে।

৫,০০০ মেগাওয়াট জলবিদ্যুৎ উন্নয়নে চুক্তি

সরকারি সূত্রে জানা যায়, এই চুক্তিগুলির মাধ্যমে ভুটানে প্রায় ৫,০০০ মেগাওয়াট হাইড্রোইলেকট্রিক প্রকল্প গড়ে তোলার পরিকল্পনা নেওয়া হয়েছে। এতে ভারতের বেসরকারি সংস্থাগুলির বিনিয়োগের পরিমাণ দাঁড়াতে পারে আনুমানিক ₹৫,০০০ থেকে ₹৬,০০০ কোটি টাকার মধ্যে।

এই চুক্তির অন্যতম অংশ হিসেবে আদানি গ্রুপ ও DGPC মিলে Wangchhu Hydroelectric Project নির্মাণে অংশ নিচ্ছে। এটি হবে BOOT (Build-Own-Operate-Transfer) মডেলে পরিচালিত, যেখানে প্রকল্পের ৫১ শতাংশ মালিকানা থাকবে ভুটানের DGPC-র এবং ৪৯ শতাংশ আদানি গ্রুপের হাতে।

উপস্থিত ছিলেন দুই দেশের প্রধানমন্ত্রী

চুক্তি স্বাক্ষরের সময় উপস্থিত ছিলেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও ভুটানের প্রধানমন্ত্রী ডা. শেরিং টোবগে।
এ ছাড়াও ভারত ও ভুটানের একাধিক সরকারি প্রতিনিধি এবং সংশ্লিষ্ট সংস্থার শীর্ষকর্তারা ওই অনুষ্ঠানে যোগ দেন।

দুই দেশের জ্বালানি সহযোগিতায় নতুন অধ্যায়

এই উদ্যোগের ফলে ভারত ও ভুটানের জ্বালানি-বিনিময় সম্পর্ক আরও দৃঢ় হবে বলে বিশেষজ্ঞদের মত।
ভুটান বর্তমানে ভারতের কাছে তার উৎপাদিত জলবিদ্যুৎ রপ্তানি করে। নতুন প্রকল্পগুলি বাস্তবায়িত হলে দুই দেশের মধ্যে বিদ্যুৎ রপ্তানি বহুগুণ বৃদ্ধি পাবে বলে আশা করা হচ্ছে।

চুক্তি নিয়ে রাজনৈতিক তরঙ্গ

যদিও এই সফর মূলত দুই দেশের কূটনৈতিক ও উন্নয়নমূলক সম্পর্ক জোরদার করার উদ্দেশ্যে, তবু ভারতের রাজনৈতিক মহলে প্রশ্ন উঠেছে—একই সফরে বেসরকারি শিল্পগোষ্ঠীর উপস্থিতি কতটা স্বচ্ছভাবে পরিচালিত হয়েছে। বিরোধী শিবির এই বিষয়ে সরকারের কাছে ব্যাখ্যা দাবি করেছে।

সূত্র: Financial Express, Livemint, Reuters, Adani Group Official Release, Bhutan DGPC Press Note

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *