নিজস্ব সংবাদদাতা, দাসপুর: পশ্চিম মেদিনীপুর জেলার দাসপুর ২ ব্লকের কাশিনাথপুর সমবায়ে রবিবার অনুষ্ঠিত হল ৭২তম সমবায় সপ্তাহ এবং আন্তর্জাতিক সমবায় বর্ষ উপলক্ষ্যে বিশেষ আলোচনা সভা। এদিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সমবায় আন্দোলনের রাজ্য নেতৃত্ব গণেশ সামন্ত ও সংগঠনের নেতৃত্ব কল্যান বেরা, মহাদেব ব্যানার্জি সহ এলাকার অন্যান্য বিশিষ্ট নেতৃত্বরা।
সভায় বক্তারা রাষ্ট্রপুঞ্জের ঘোষিত আন্তর্জাতিক সমবায় বর্ষের গুরুত্ব তুলে ধরেন। নেতৃত্বদের বক্তব্যে উঠে আসে—বিশ্বব্যাপী সমবায় গড়ে তোলার প্রয়োজনীয়তা, সমবায়ের মাধ্যমে গ্রামীণ অর্থনীতি ও কৃষক-সমাজের শক্তি বৃদ্ধি, এবং স্থানীয় জনগোষ্ঠীর আর্থসামাজিক উন্নতির বাস্তব দিকগুলি।

বক্তব্য রাখার সময় গণেশ সামন্ত অভিযোগ করেন যে, বর্তমান রাজ্য ও কেন্দ্রীয় সরকারের কিছু নীতি সমবায়-বিরোধী কার্যকলাপের দিকেই ইঙ্গিত করছে। এসব নীতির ফলে গ্রামীণ সমবায়, কৃষক সংগঠন এবং ক্ষুদ্র আর্থিক সমবায়গুলো নানা বাধার সম্মুখীন হচ্ছে বলেও অভিযোগ করেন নেতৃত্বরা।
অনুষ্ঠানে স্থানীয় মানুষ ও সমবায়ের সদস্যরা উপস্থিত থেকে আলোচনায় অংশ নেন। ভবিষ্যতে সমবায় ব্যবস্থাকে আরও শক্তিশালী করতে এবং মানুষকে সমবায়ের সঙ্গে যুক্ত করতে কয়েকটি কর্মপরিকল্পনার কথাও জানানো হয়।