জ্যোতিষ বিশ্লেষণ : ডক্টর অ্যাস্ট্রো ঋত
বৃষ রাশির জাতকদের জন্য আজকের দিনটি পরিশ্রমসাধ্য হলেও ফলপ্রসূ। ঘরোয়া দায়িত্ব থেকে কর্মক্ষেত্র—সব দিকেই ভারসাম্য বজায় রাখা সম্ভব হবে।
পজিটিভ দিক
নিজের চেষ্টাতেই বাড়িতে শৃঙ্খলা ও সুষ্ঠু ব্যবস্থাপনা বজায় থাকবে। সম্পত্তি সংক্রান্ত কোনও কাজ চললে আজ তার ইতিবাচক ফল মিলতে পারে। পড়াশোনা নিয়ে যেসব সমস্যায় পড়ুয়ারা ভুগছিলেন, সেগুলোর সমাধান মিলবে।
নেগেটিভ দিক
জমে থাকা কাজ গুছিয়ে নিতে বাড়তি পরিশ্রম করতে হতে পারে। কিছু অনিবার্য খরচের কারণে চাপ বাড়বে। আর্থিক সিদ্ধান্ত নেওয়ার সময় তাড়াহুড়ো না করে শান্তভাবে এগোনোই বুদ্ধিমানের।
ক্যারিয়ার ও কাজকর্ম
ব্যবসায় ব্যস্ততা থাকবে, তবে সেই পরিশ্রমের ফলও মিলবে হাতেনাতে। কোনও সমস্যায় পড়লে অভিজ্ঞ ব্যক্তির পরামর্শ কাজে আসবে। বিপণন সংক্রান্ত আটকে থাকা কাজ নিজের বুদ্ধিমত্তায় মিটিয়ে নিতে পারবেন।
প্রেম ও দাম্পত্য
বিনোদনমূলক কাজে সময় কাটানোর ফলে পরিবারে আনন্দের পরিবেশ তৈরি হবে। যাঁরা বিবাহযোগ্য, তাঁদের জন্য সুখবর আসতে পারে।
স্বাস্থ্য
নিজের ক্ষমতার বেশি খাটুনি এড়িয়ে চলুন। পর্যাপ্ত বিশ্রাম ও সুষম খাদ্যাভ্যাস শরীর ভালো রাখতে সাহায্য করবে।
আজকের শুভ রং ও সংখ্যা
শুভ রং: ক্রিম
শুভ সংখ্যা: ৫