ব্যুরো রিপোর্ট: প্রায়াত হলেন প্রাক্তন প্রধানমন্ত্রী ডক্টর মনমোহন সিং (former pm Dr Manmohan Singh died)। ২৬ শে ডিসেম্বর রাত ৯টা ৫১ মিনিটে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। বেশ কিছুদিন ধরে বার্ধক্যজনিত অসুখে ভুগছিলেন। মৃত্যুকালে বয়স হয়েছিল ৯২ বছর।
দীর্ঘদিন ধরেই বয়স জনিত বিভিন্ন সমস্যায় ভুগছিলেন প্রাক্তন প্রধানমন্ত্রী মনমোহন সিং। নয়া দিল্লির বাসভবনে রেখেই তাঁর চিকিৎসা চলছিল। বৃহস্পতিবার শারীরিক অবস্থার অবনতি হয়। প্রথমে বাসভবনেই চিকিৎসা চলে। কিন্তু অবস্থার অবনতি হওয়ায় তাঁকে দ্রুত এমসে নিয়ে আসা হয়। রাত আটটা ছয় মিনিটে তাঁকে এমসে ভর্তি করানো হয় বলে জানানো হয়েছে। কিন্তু শেষ রক্ষা করা সম্ভব হয়নি। হাসপাতালের তরফে জানানো হয়েছে রাত ৯টা ৫১ মিনিটে মৃত্যু হয় ডঃ মনমোহন সিংয়ের।
ইউপিএ ১ এবং ইউপিএ ২ সরকারের প্রধানমন্ত্রী হওয়ার আগে দেশের অর্থমন্ত্রী, রিজার্ভ ব্যাংকের গভর্নর সহ অর্থনৈতিক ক্ষেত্রে দেশের শীর্ষ গুরুত্বপূর্ণ প্রায় সব পদের দায়িত্ব সাফল্যের সঙ্গে সামলেছেন ডঃ মনমোহন সিং। নারসিমা রাও-এর প্রধান মন্ত্রিত্বকালে অর্থমন্ত্রী হিসাবে তাঁর হাত ধরেই দেশে উদারনীতির দরজা খুলে যায়। সফল প্রধানমন্ত্রী তথা বিশ্ববরেণ্য অর্থনীতিবিদকে হারিয়ে দেশ শোকের ছায়ায় নিমজ্জিত।
দেশ-বিদেশের রাজনৈতিক ব্যক্তিত্ব থেকে বিভিন্ন ক্ষেত্রে মানুষজন ডঃ মনমোহন সিংয়ের প্রাণে শোক প্রকাশ করেছেন।