নিজস্ব সংবাদদাতা, ঘাটাল: ঘাটাল মাস্টার প্ল্যান (Ghatal Master Plan) ইস্যুতে একাধিক দাবি তুলে মহকুমার সেচ ও চলপথ বিভাগের আধিকারিকের কাছে বিক্ষোভ ডেপুটেশন। ডেপুটেশন দেয়া হয় সিপিএম (CPM) নেতৃত্বাধীন ঘাটাল সেচ নিকাশ বন্যা নিয়ন্ত্রণ ও রূপনারায়ণ বাঁচাও কমিটির তরফে।
সংগঠনের তরফে দাবি তোলা হয় ঘাটাল মাস্টার প্ল্যান সম্পর্কে জনগণকে সম্পূর্ণ তথ্য (DPR) দিতে হবে, সর্বদলীয় বৈঠক করে আলোচনা করতে হবে গোটা বিষয়টি, ঘাটাল সেচ নিকাশি, বন্যা নিয়ন্ত্রণ (ঘাটার মাস্টার প্ল্যান) ও রূপনারায়ণ ড্রেজিংয়ের কাজ দ্রুত রূপায়ণ করতে হবে।
ডেপুটেশনের নেতৃত্ব দেন বামপন্থী বিভিন্ন গণসংগঠনের নেতারা। কয়েক শো মানুষকে সঙ্গে নিয়ে লাল ঝাণ্ডার মিছিল পৌঁছে যায় সরকারি ভবনে। সেখানে বক্তব্যের মাধ্যমে গোটা বিষয়টি তুলে ধরা হয় আন্দোলনকারীদের সামনে। এবং সেই সঙ্গে জানিয়ে দেওয়া হয় দাবি মানা না হলে বৃহত্তর আন্দোলন গড়ে তোলা হবেকোটা ঘাটাল জুড়ে।