নিজস্ব সংবাদদাতা, দাসপুর: পশ্চিম মেদিনীপুররের দাসপুরে (Daspur House Fire) এক চাঞ্চল্যকর ঘটনা সামনে এল। গভীর রাতে পেট্রোল ঢেলে বাড়িতেই পুড়িয়ে এক পরিবারের সব সদস্যকে মেরে ফেলার চেষ্টার ঘটনা সামনে এসেছে। যদিও শিশু সহ পরিবারের সব সদস্যই প্রাণে বেঁচে গিয়েছে। দাসপুর থানার দুর্গাপুরের পন্ডিত পাড়ার ঘটনা।
দুর্গাপুরের বাসিন্দা গণেশ পন্ডিত কিছু দিন বাইরে ছিলেন। গত পরশু তিনি বাড়ি ফেরেন। গতকাল রাত ১টা নাগাদ কেউ বা কারা বাড়ির পিছন দিকের মই বেয়ে উঠে ঘরের মধ্যে পেট্রোল ছড়িয়ে আগুন জ্বালিয়ে দেয়। হঠাৎই ঘুম ভেঙে যাওয়ায় গণেশ বাবু দেখেন দাউ দাউ করে জ্বলছে সোফা, জানলা দরজার পর্দা।
পাশের ঘরেই শুয়ে ছিল পরিবারের ছোট্ট সদস্য। দ্রুত ছোট্ট শিশুকে সেখান থেকে উদ্ধার করে পরিবারের সমস্ত সদস্য বাড়ির বাইরে চলে আসেন। নিজেদের চেষ্টায়া আগুন নেভান। খবর দেওয়া হয় দাসপুর থানায়। কে বা কারা এই ঘটনার সঙ্গে যুক্ত তা খুঁজে বার করতে তদন্ত শুরু করেছে পুলিশ।
গণেশ ও তার পরিবারের সদস্যদের বক্তব্য, তাঁরা কোনও ভাবেই কোনও রাজনৈতিক দলের সঙ্গে যুক্ত নন। ফলে রাজনৈতিক প্রতিহিংসা থেকে এমনটা হবে তা তাঁরা ভাবতে পারছেন না। প্রতিবেশীদের সঙ্গেও সম্পর্ক যথেষ্টই ভাল। তাই কী উদ্দেশ্যে দুষ্কৃতিদের এমন আচরণ তা পুলিশ খুঁজে বার করুক বলে আবেদন জানিয়েছেন তাঁরা।