হরষিত মজুমদার
এই সময় চালকুমড়ো গাছের একটি বড় সমস্যা স্টিঙ্ক বাগ। তা নিয়ন্ত্রণের সহজ কিছু পদ্ধতি নিয়ে আলোচনা করা হল এই প্রতিবেদনে।
পোকার বৈশিষ্ট্য: এই কীটটি ওভাল বা গোলাকৃতি। ত্রিভুজাকৃতি মাথা সাকিং টাইপ মুখ। পাঁচখণ্ড যুক্ত অ্যান্টেনা। স্পর্শ বা আঘাত করলে দুর্গন্ধযুক্ত রস নিঃসরণ করে।
আক্রান্ত ফসল: প্রধানত কুমড়ো জাতীয় সব্জি যেমন- চাল কুমড়ো,লাউ, চিচিঙ্গা, স্কোয়াশ, মিষ্টি কুমড়ো, উচ্ছে, ঝিঙে,শশা,তরমুজ, প্রভৃতি সবজি এই পোকার দ্বারা আক্রান্ত হয়।
ফসলের ক্ষতি: নিম্ফ ও অ্যাডাল্ট উভয় পোকা কাণ্ড,পাতা,কচি ফল ও গাছের অগ্রভাগের রস চুষে খায়। ফলে লতানো ডগা দূর্বল হয়, পাতা হলুদ হয়ে যায়। গাছের বৃদ্ধি ব্যাহত হয়, ফলন কমে যায়।
নিয়ন্ত্রণ ব্যবস্থা:
(১) পোকার ডিম সংগ্রহ করে নষ্ট করতে হবে।
(২) নিম্ফ ও পূর্ণাঙ্গ পোকা সংগ্রহ করে মারতে হবে।
(৩) পরিষ্কার পরিচ্ছন্ন চাষ করতে হবে। জমিতে কোনও আগাছা রাখা চলবে না।
(৪) জমিতে ও জমির আশপাশে কোনও পচনশীল আবর্জনা রাখাবেন না। কারণ এইরকম জায়গায় ওরা ডিম পাড়ে।
(৫) জৈব কীটনাশক হিসাবে নিমতেল ১০০০০ পিপি.এম @১-২ মিল/ জল অথবা বাড়িতে নিমাস্ত্র তৈরি করে স্প্রে করতে হবে।
(৬) রাসায়নিক কীটনাশক হিসাবে অ্যাসিফেট ৭৫ শতাংশ এস.পি @ ১ গ্রাম/ লিটার জল অথবা ফিপ্রোনীল ৮০ শতাংশ ডব্লিউ জি @১ গ্রাম /লিটার জল অথবা থায়োমেথোক্সাম ২৫ শতাংশ @ ৫ গ্রাম/১০ লিটার জল অথবা ফিপ্রোনিল ৪০%+ ইমিড্যাক্লোপ্রিড ৪০% WG Insecticide – Black Cat @ ১ গ্রাম / ৩ লিটার জলে মিশিয়ে, আঠাসহ গুলে ঘুরিয়ে ফিরিয়ে ৭ দিন অন্তর ২ বার স্প্রে করলে সুফল অবশ্যই পাবেন।