উচ্ছে শশা তরমুজ চিচিঙ্গা লাউ চালকুমড়োর স্টিঙ্ক বাগ নিয়ন্ত্রণের সহজ উপায়

হরষিত মজুমদার

এই সময় চালকুমড়ো গাছের একটি বড় সমস্যা স্টিঙ্ক বাগ। তা নিয়ন্ত্রণের সহজ কিছু পদ্ধতি নিয়ে আলোচনা করা হল এই প্রতিবেদনে।

পোকার বৈশিষ্ট্য: এই কীটটি ওভাল বা গোলাকৃতি। ত্রিভুজাকৃতি মাথা সাকিং টাইপ মুখ। পাঁচখণ্ড যুক্ত অ্যান্টেনা। স্পর্শ বা আঘাত করলে দুর্গন্ধযুক্ত রস নিঃসরণ করে।

আক্রান্ত ফসল: প্রধানত কুমড়ো জাতীয় সব্জি যেমন- চাল কুমড়ো,লাউ, চিচিঙ্গা, স্কোয়াশ, মিষ্টি কুমড়ো, উচ্ছে, ঝিঙে,শশা,তরমুজ, প্রভৃতি সবজি এই পোকার দ্বারা আক্রান্ত হয়।

ফসলের ক্ষতি: নিম্ফ ও অ্যাডাল্ট উভয় পোকা কাণ্ড,পাতা,কচি ফল ও গাছের অগ্রভাগের রস চুষে খায়। ফলে লতানো ডগা দূর্বল হয়, পাতা হলুদ হয়ে যায়। গাছের বৃদ্ধি ব্যাহত হয়, ফলন কমে যায়।

নিয়ন্ত্রণ ব্যবস্থা:
(১) পোকার ডিম সংগ্রহ করে নষ্ট করতে হবে।
(২) নিম্ফ ও পূর্ণাঙ্গ পোকা সংগ্রহ করে মারতে হবে।
(৩) পরিষ্কার পরিচ্ছন্ন চাষ করতে হবে। জমিতে কোনও আগাছা রাখা চলবে না।
(৪) জমিতে ও জমির আশপাশে কোনও পচনশীল আবর্জনা রাখাবেন না। কারণ এইরকম জায়গায় ওরা ডিম পাড়ে।
(৫) জৈব কীটনাশক হিসাবে নিমতেল ১০০০০ পিপি.এম @১-২ মিল/ জল অথবা বাড়িতে নিমাস্ত্র তৈরি করে স্প্রে করতে হবে।
(৬) রাসায়নিক কীটনাশক হিসাবে অ্যাসিফেট ৭৫ শতাংশ এস.পি @ ১ গ্রাম/ লিটার জল অথবা ফিপ্রোনীল ৮০ শতাংশ ডব্লিউ জি @১ গ্রাম /লিটার জল অথবা থায়োমেথোক্সাম ২৫ শতাংশ @ ৫ গ্রাম/১০ লিটার জল অথবা ফিপ্রোনিল ৪০%+ ইমিড্যাক্লোপ্রিড ৪০% WG Insecticide – Black Cat @ ১ গ্রাম / ৩ লিটার জলে মিশিয়ে, আঠাসহ গুলে ঘুরিয়ে ফিরিয়ে ৭ দিন অন্তর ২ বার স্প্রে করলে সুফল অবশ্যই পাবেন।

লেখক: সহ কৃষি অধিকর্তা, মন্তেশ্বর ব্লক, পূর্ব বর্ধমান

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *