জ্বালানি তেলের চাহিদা মেটাতে ভুট্টা চাষে জোর দিচ্ছে বায়ার ও গ্লোবাস স্পিরিট

নিজস্ব সংবাদদাতা, গড়বেতা: ভুট্টা চাষে আগ্রহ বাড়াতে দেশে প্রথমবার বায়ার এবং গ্লোবাস স্পিরিটের যৌথ উদ্যোগে আয়োজন করা হল এক কৃষক প্রশিক্ষণ শিবিরের। ৭ জুলাই সোমবার পশ্চিম মেদিনীপুরে গড়বেতায় রসকুন্ডু গ্রামপঞ্চায়েতের বড়ডিহা গ্রামে কয়েকশো কৃষকদের নিয়ে এই শিবিরের আয়োজন হয়।

জ্বালানি তেলের চাহিদা দেশীয় প্রচেষ্টায় পূরণ করতে ভুট্টা বা সাদা ভ্যারেন্ডা (জ্যাট্রোফা) উৎপাদের জোর দেওয়া হচ্ছে। সেই লক্ষ্যে ভুট্টা-ভিত্তিক ইথানল উৎপাদন বৃদ্ধির চেষ্টা চলছে কেন্দ্রীয় সরকারের তরফে। সেই উদ্যোগে সামিল হতে গ্লোবাস স্পিরিটের চেষ্টা যথেষ্ট আশার আলো দেখাচ্ছে। এই প্রচেষ্টার মূল লক্ষ্য হল বিদেশ থেকে আমদানিকৃত অপরিশোধিত তেলের উপর নির্ভরতা কমানো এবং সেই সঙ্গে শক্তির অফুরন্ত একটি উৎস তৈরি ও তার হাত ধরে কৃষকদের আয় বৃদ্ধি করা। এর ফলে ভুট্টা চাষিদের সামনে একটা নতুন বাজার খুলে দেবে।

ভুট্টা থেকে ইথানল উৎপাদনের এই গোটা প্রক্রিয়ায় সক্রিয় ভাবে উৎসাহিত করছে বায়ারের সাথে গ্লোবাস স্পিরিট। ভুট্টার জন্য ন্যূনতম সহায়ক মূল্য প্রদান এবং জলবায়ু-সহনশীল ভুট্টার গবেষণাকে এগিয়ে নিয়ে যাওয়ার মতো উদ্যোগ নিচ্ছে এই দুই সংস্থা। আর দুই বড় সংস্থার এই ভাবে এগিয়ে আসার ফলে কৃষকরাও উৎসাহ বোধ করছেন। এদিনের কর্মশালায় অংশ নেওয়া কৃষকদের উৎসাহ ছিল চোখে পড়ার মতো। তারাও বায়ার ও গ্লোবাস স্পিরিটের সাথে যুক্ত হয়ে আগামী দিনে কৃষি কাজ করার বিষয়েও আগ্রহ প্রকাশ করেছেন।

বায়ার এর পক্ষ থেকে কৃষকদের কীটনাশক থেকে শুরু করে রাসায়নিক সার উচ্চ ফলনশীল বীজ এবং কৃষিজাত নানান সমগ্র সামগ্রী সরবরাহ করার জন্য সম্পূর্ণ সহযোগিতার আশ্বাস দেওয়া হয়েছে। তেমনই গ্লোবাস স্পিরিটের তরফ থেকে উৎপাদিত সামগ্রী ন্যায্য দামে কিনে নেওয়ার আশ্বাসও দেওয়া হয়েছে কৃষকদের।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *