নিজস্ব সংবাদদাতা, মেদিনীপুর: অনলাইনে মেরিট লিস্ট অনুযায়ী ভর্তির পর মেদিনীপুর কলেজে শুক্রবার ছিল ডকুমেন্ট ভেরিফিকেশনের দিন। কলেজে ঢোকার মুখে সেখানে ক্যাম্প ছিল এসএফআই এবং টিএমসিপির। এসএফআইয়ের ক্যাম্পে বহিরাগত দুষ্কৃতীরা হামলা চালিয়েছে বলে এবার সরাসরি থানায় অভিযোগ দায়ের করল এসএফআই।
এসএফআইয়ের অভিযোগ, নিজেদের ক্যাম্পে হালে পানি না পেয়ে SFI-এর ক্যাম্পে আক্রমণ করে টিএমসিপির বহিরাগত দুষ্কৃতীরা। পাল্টা প্রতিরোধ করেন এসএফআইয়ের কর্মী সমর্থকরা। এসএফআই নেত্রী তথা কলেজের ছাত্রী শাঁওলি দত্ত, স্বাতী পড়িয়াকে আক্রমণ এবং শ্লীলতাহানি করা হয় বলে অভিযোগ তোলা হয়েছে। তাদের বাঁচাতে গিয়ে দুই SFI নেতৃত্ব কৃষ্ণেন্দু পাঠক এবং তালিমুল সেক আক্রান্ত হয় বলে জানা গিয়েছে। আক্রান্তদের মেদিনীপুর মেডিক্যাল কলেজে চিকিৎসা করানো হয়েছে।
শাঁওলি দত্তের করা অভিযোগ, নাম ঠিকানা সহ মোট ১০ জনের বিরুদ্ধে অভিযোগ দায়ের করা হয়েছে। অভিযুক্তদের মধ্যে রয়েছে TMCP জেলা সভাপতি রবীন্দ্রনাথ ঘোষ (রসকুন্ডু, গড়বেতা), বিপুল ব্যানার্জি (পিতা-বিকাশ ব্যানার্জি, তাঁতিগেড়িয়া), অঞ্জন দিন্দা (পিতা- তাপস দিন্দা, তাঁতিগেড়িয়া), রুদ্রপ্রসাদ চৌধুরি (পিতা- নন্দলাল চৌধুরি, যাত্রা বিসুপুর), সায়ন মিশ্র (মেদিনীপুর আইন কলেজের ছাত্র), দীপ্তায়ান বিশ্বাস (মেদিনীপুর আইন কলেজের ছাত্র), শাহরুখ খান (বাড়ি ডিগ্রি, চন্দ্রকোনা রোড), এরা সবাই কলেজের বহিরাগত বলে দাবি করা হয়েছে এসএফআইয়ের তরফে। সেই সঙ্গে কলেজের দেবমাল্য দন্ডপাট (পিতা-তরুণ দন্ডপাঠ, পিংলা), সূর্য্য অধিকারী, (উৎপল অধিকারি), পরমব্রত মন্ডল, (শাকুনু মন্ডল, ঠিকানা- B8, বিদ্যাসাগর সরণী)-দের বিরুদ্ধেও অভিযোগা আনা হয়েছে।

সকালে গন্ডগোলের সময় এসএফআইযয়ের কয়েক জনকেও বহিরাগত বলে দাগিয়ে দেওয়ার চেষ্টা হয় টিএমসিপি নেতাদের তরফে। তবে তাতেও দমানো যায়নি এসএফআইয়ের কর্মী সমর্থকদের।