About Us

আমাদের কথা

কৃষি প্রধান অবিভক্ত মেদিনীপুর জেলায় (অধুনা পশ্চিম মেদিনীপুর, পূর্ব মেদিনীপুর ও ঝাড়গ্রাম) একটি কৃষি সংবাদপত্রের অভাব সর্বস্তরে অনুভূত হচ্ছিল। যেখানে কৃষি বিজ্ঞান ও বিজ্ঞানীদের সঙ্গে কৃষকদের এক সেতু বন্ধনের কাজ করবে একটি সংবাদপত্র। সে কথা বিবেচনা করে দীর্ঘদিন আলোচনা ও পরিকল্পনার পর ১৯৮৩ সালের ১০ এপ্রিল প্রকাশ করা হয় কৃষিজীবী সমাচার।

প্রথমে মাসিক আকারে প্রকাশ পায় কৃষিজীবী সমাচার। এর পর নিয়ম মেনে করা হয় RNI-এর রেজিস্ট্রেশনের আবেদন। সংবাদপত্রের নাম নিয়ে RNI-এর সঙ্গে চিঠি আদানপ্রদানের পর অবশেষে ১৯৮৯ সালের ৪ অগস্ট ‘সংগ্রামী কৃষিজীবী সমাচার’ নামে মেলে রেজিস্ট্রেশন।

পাঠক ও কৃষির অগ্রগতির দাবি মেনে ১৯৯০ সালের জুনে মাসিক থেকে পাক্ষিকে উন্নিত হয় সংগ্রামী কৃষিজীবী সমাচার। তার পর থেকে প্রতি ইংরেজি মাসের ৮ ও ২৩ তারিখ নিয়মিত প্রকাশিত হয়ে চলেছে সংগ্রামী কৃষিজীবী সমাচার।

সময়ের সঙ্গে তাল মিলিয়ে ২০২৪ সালের জুলাই মাসে সংগ্রামী কৃষিজীবী সমাচার ডিজিটাল মাধ্যমে পা রাখে। শুরু হয় krishijeebesamachar.in-এর পথচলা। শুরু থেকেই পাঠক মহলে সমাদৃত হতে শুরু করে এই উদ্যোগ। সংগ্রামী কৃষিজীবী সমাচার সংবাদপত্রের মতোই ডিজিটাল মাধ্যমেও কৃষিকে প্রাধান্য দিয়ে গুরুত্বের সঙ্গে সংবাদ প্রকাশ করা হয়। সেখানে কৃষি ও কৃষকের মুখপত্র হয়ে ওঠার পাশাপাশি সমসাময়িক অন্যান্য ধারার খবরের উপর জোর দেওয়া হতে শুরু করেছে। যা কৃষির পাশাপাশি অন্যান্য খবরে আগ্রহী পাঠকেরও টেনে আনতে শুরু করেছে। আগামী দিনে কৃষি ও কৃষকদের কথা ভেবে এই প্ল্যাটফর্মকে আরও বিস্তার করার পরিকল্পনা রয়েছে।  

Krishijeebe Samachar is a bengali news website, where you can find news about country, state, world, agriculture, sports, entertainment, astrology and many more. Our primary aim is to deliver truthful compact news beyond countries, religions and various boundaries.