নিজস্ব সংবাদদাতা, দাসপুর: অড়ম্বরের আতিশয্য ছিল না, ছিল না থালা ভর্তি মিষ্টি, ১৪ পদের ভুরিভোজ। তবে যা ছিল, হৃদয় উজাড় করা আন্তরিকতা আর আতিথেয়তা। ভাইফোঁটার দিন এমনই ছবি দেখা গেল পশ্চিম মেদিনীপুরে দাসপুরের গোবিন্দপুর ও কৃষ্ণনগরে। সেখানে আদিবাসী ভাই বোনেদের নিয়ে আয়োজন করা হয় গণভাইফোঁটা। এই গণভাইফোঁটার আয়োজন করে আদিবাসী অধিকার মঞ্চ, গ্রামীণ শ্রমজীবী ও ক্ষেতমজুর ইউনিয়ন।
আদিবাসী ভাইবোনেদের ডাকে ফোঁটা নিতে সময়ে হাজির হন আমন্ত্রিতরা। গোটা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আদিবাসী অধিকার মঞ্চের আহ্বায়ক রঞ্জিত সিং এবং অর্জুন দাস, সুমন্ত দোলই, অসীম মুলা, গৌরী বদরা, সতীশ মণ্ডল, প্রভাস সিং, মঙ্গল সিং ও গণেশ সামন্ত সহ অন্যান্যরা।
আনন্দ উৎসাহের সঙ্গে চলে গণভাইফোঁটা পর্ব। সার দিয়ে বসে একসঙ্গে চলে খাওয়া দাওয়া। সব মিলিয়ে দিনটা অন্য রকম কাটে অতিথি ও আয়োজক সহ উপস্থিত সবার। অনুষ্ঠানে অংশ নেন ১০৮ জন। প্রত্যেকেই জানিয়েছেন, এ এক অন্য অনুভূতি। তাঁরা প্রতিবছর এমন অনুষ্ঠানের অংশ হতে চান। চারদিকে যখন এক ভাইকে অন্যের সঙ্গে লড়িয়ে দেওয়ার চেষ্টা সেখানে এমন আয়োজন সমাজে ভাতৃত্ব সম্প্রতী ফেরাতে গুরুত্বপূর্ণ ভূমিকা নেবে।