AIKS Farmer Movement: কৃষি ও কৃষক বাঁচানোর দাবিতে দেশ জুড়ে ফের উত্তাল আন্দোলনের ডাক!

ব্যুরো রিপোর্ট: দেশ জুড়ে ফের এক বার কৃষক আন্দোলনের ডাক (AIKS Farmer Movement)। কৃষকদের দাবি আদায়ে বার বার আন্দোলন করেও তা পূরণ না হওয়ায় ৯ অগাস্ট (9 August) আরও বড় আন্দোলনের ডাক দিল সংযুক্ত কৃষান মোর্চা। সামিল হবে সারা ভারত কৃষক সভাও (AIKS)

কৃষক সভার দাবি দেশের শুধু কৃষিই নয়, গোটা শিল্প ব্যবস্থা, স্বাস্থ্য শিক্ষা সহ সব কিছুর সরকারি পরিকাঠামো কর্পোরেট সংস্থার হাতে তুলে দিচ্ছে সরকার। সার্বিক ভাবে দেশের অর্থনীতি তুলে দেওয়া হচ্ছে এই ব্যক্তি মালিকানাধীন ব্যবসায়ীক প্রতিষ্ঠানগুলির হাতে।

জনসাধারণের করের টাকায় যে রেল, বিমান নদী সমুদ্র বন্দর,  রাস্তা, হাসপাতাল, স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয়, গবেষণা সংস্থা, বিএসএনএল, এলআইসি, আইওসি-র মতো প্রতিষ্ঠান তৈরি হয়েছিল তাতে জনগণের অধিকার অস্বীকার করে কর্পোরেটদের দেদার লুঠের ব্যবস্থা করা হচ্ছে। ভুগবেন সাধারণ মানুষ। এনডিএ সরকারের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির মন্ত্রিসভা কর্পোরেটদের লুঠের স্বর্গ-রাজ্য তৈরি করছে দেশকে। এমনই অভিযোগ কৃষক সভার।

কৃষক সভার পোস্টার। নিজস্ব চিত্র।

কৃষির তিন ‘কালা কানুনের’ বিরুদ্ধে কৃষকরা যে আন্দোলন করেছিল এবং তার চাপে কেন্দ্রীয় সরকার তা ফিরিয়ে নেওয়ার প্রতিশ্রুতি দিলেও, আদতে তা করা হয়নি। তিনটি কৃষি আইন কার্যত কৃষকদের কৃতদাসে পরিণত করার দরজা খুলে দেবে কর্পোরেট সংস্থাগুলির কাছে। এমনই অভিযোগ তুলছে কৃষক সভা।

কৃষিতে বরাদ্দ কমিয়ে, কৃষি যন্ত্রপাতি, সার, কিটনাশক, বীজের দাম বাড়িয়ে কৃষিকে সাধারণ কৃষকদের কাছে অলাভজনক করে তুলেছে এই কেন্দ্রীয় সরকার। সরকার নিয়ন্ত্রণ তুলে নিয়ে কৃষকদের, মুনাফা লোভি কর্পোরেট সংস্থাগুলির হাতে তুলে দিচ্ছে বলেও অভিযোগ তোলা হয়েছে বার বার।

এই সব অভিযোগ এবং দাবি নিয়ে দেশের বিভিন্ন প্রান্তে ৯ অগাস্ট আন্দোলনে নামছে সংযুক্ত কৃষান মোর্চা। ইতিমধ্যেই নানা মাধ্যমে তার প্রচার শুরু করেছে কৃষক সংগঠনগুলি। সারা ভারত কৃষক সভা নানা জায়গায় পোস্টার ব্যানার এবং কর্মী সমর্থকদের মাধ্যমে প্রচার শুরু করছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *