AIKS protest: যোগীর প্রদেশে ৩ কৃষককে পিটিয়ে খুন, প্রতিবাদে লাল মিছিলে গর্জাল বাংলা!

নিজস্ব সংবাদদাতা, দাসপুর: বিজেপি শাসিত উত্তর প্রদশে (Uttar Pradesh) গত ৭ জুন ৩ মহিষ চাষীকে (Farmer)পিটিয়ে খুন করার প্রতিবাদে বুধবার রাজ্যের বিভিন্ন প্রান্তে বিক্ষোভ মিছিল জনসভা করল সারা ভারত কৃষক সভা (AIKS protest)। মিছিল ও পথসভার আয়োজন করা হয় দাসপুর ১ এআইকেএস-র তরফেও। দাসপুরের তেমুহানি বাজার এলাকায় এই কর্মসূচি নেওয়া হয়।

কৃষক সভার অভিযোগ, ৭ জুন তিন যুবক টেম্পোতে করে মহিষ নিয়ে উত্তর প্রদেশের সাহারণপুর জেলা থেকে ছত্তিশগড়ের দিকে যাচ্ছিলেন। সেখানে মহানদীর কাছে বিজেপি ও আরএসএসের কিছু সমর্থক তাঁদের আটকায়। এবং গোরক্ষার নামে ওই তিন যুবককে পিটিয়ে মেরে ফেলা হয়। এবং এক জনের দেহ সেখানেই মহানদীর পুলের নিচে ফেলে দেওয়া হয় বলে অভিযোগ।  সেই ঘটনায় এখনও পর্যন্ত কাউকে গ্রেফতার করা হয়নি বলে জানা গিয়েছে।

এই ঘটনার প্রতিবাদে রাজ্যের বিভিন্ন প্রান্তে বুধবার প্রতিবাদে নামে কৃষক সভা, ক্ষেতমজুর, দুগ্ধ চাষী সমিতির সদস্যরা। দাসপুরের কল্মীজোড় ব্রিজ ও সংলগ্ন বাজার এলাকায় প্রায় ১০০ জনের একটি প্রতিবাদ মিছিল করা হয় এবং শেষে ব্রিজের উপর পথসভা। কর্মসূচিতে উপস্থিত ছিলেন কৃষক নেতা সুনীল অধিকারী, শ্যামসুন্দর জানা, গণেশ সামন্ত, শীতল মাইতি। সিটুর তরফে গুনধর বোস, ভবানন্দ জানা, বংশী সাঁতরা এবং ক্ষেতমজুর ইউনিয়নের তরফে অর্জুন দাস, অর্পণ সাহা।

বক্তব্য রাখার সময় দাসপুরের প্রাক্তন বিধায়ক, কৃষক নেতা সুনীল অধিকারী সাহারনপুরের এই নির্মম ঘটনার প্রতিবাদ করার পাশাপাশি বিজেপি, আরএসএসের তীব্র নিন্দা করেন। সেই সঙ্গে বাংলার মানুষকে সচেতন করে তিনি বলেন ২০১৪ সাল থেকে বাংলার মানুষ বিজেপিকে দু হাত ভোরে ভোট দিয়েছে তৃণমূলকে ক্ষমতা থেকে টেনে নামাতে। কিন্তু বিজেপি না হারলে তৃণমূল কখনই হারবে  না।

সুনীল অধিকারী আরও বলেন, জন্মলগ্ন থেকে আজ পর্যন্ত শুধু বেড়ে উঠতে সাহায্য করাই নয়, তৃণমূলের সব দুর্নীতি, অপকর্ম ঢেকে দেওয়ার চেষ্টা করেছে আরএসএস বিজেপি। আর বিজেপি আরএসএসের এই এনডিএ সরকার সাধারণ মানুষের কথা না ভেবে কর্পোরেট বড়লোকদের দালালি করে চলেছে। না হলে যে দেশে ৭০ শতাংশ মানুষ কৃষিজীবী সেখানে বাজেটে মাত্র ৩ শতাংশ বরাদ্দ কৃষি। তাই গরীব, কৃষক বিরোধী এই তৃণমূল ও বিজেপির সরকারকে সরাতে না পারলে মানুষকে বাঁচানো যাবে না। আর এদের সরানোর প্রকৃত জেদ রয়েছে গরীবের পার্টি বামপন্থীদের মধ্যেই।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *