Akhil Giri-Uttam Barik: বোমা মারবেন প্রাক্তন মন্ত্রী? প্রকাশ্যে এল ভিডিও, চাঞ্চল্য শাসক দলের অন্দরে!

নিজস্ব প্রতিনিধি, কাঁথি: তৃণমূল আর গোষ্ঠী কোন্দল কার্যত সমার্থক। মালদার পর সেই তত্ব প্রমাণ করার দায়িত্ব নিল কাঁথি (Akhil Giri-Uttam Barik )। সোমবার কাঁথি সমবায় ব্যাঙ্কের ডিরেক্টর্স বোর্ডের মনোনয়নকে কেন্দ্র করে প্রাক্তন কারামন্ত্রী অখিল গিরি এবং পটাশপুরের বিধায়ক উত্তম বারিক গোষ্ঠীর কোন্দল ক্যামেরায় ধরা পড়ল। উত্তমের সমর্থকরা রাস্তায় অখিলকে দেখে চোর চোর স্লোগা দেন। পাল্টা অখিল গিরি তাঁদের বোমা মেরে পাঁচ মিনিটে খতম করে দেওয়ার হুমকি দিলেন প্রকাশ্যেই।

কাঁথি সমবায় ব্যাঙ্কের ভোটা নিয়ে আগেই আড়াআড়ি বিভক্ত হয়ে গিয়েছিল জেলা তৃণমূল কগ্রেস। সেই বিরোধ আরও স্পষ্ট হল রামনগরের বিধায়ক তথা প্রাক্তন কারামন্ত্রী অখিল গিরি  ও পটাশপুরের বিধায়ক উত্তম বারিক গোষ্ঠীর লোকজনের গন্ডগোলকে কেন্দ্র করে। কাঁ

ডিসেম্বরে কেন্দ্রীয় বাহিনী দিয়ে ১০৮ আসনের কাঁথি সমবায় ব্যাঙ্কের নির্বাচন করাতে হয়। তার মধ্যে ১০১টিই জেতে তৃণমূল। নিয়ম মতো,  সেখান থেকে ১৫ জন ডিরেক্টর নির্বাচিত হবেন। সোমবার তারই মনোনয়ন জমা দেওয়ার দিন ছিল। খবরে প্রকাশ, নির্বাচিত সদস্য চিন্তামণি মণ্ডল-সহ কয়েক জন মনোনয়ন জমা দিতে এলে তৃণমূল নেতা তথা কাঁথি পুরসভার চেয়ারম্যান সুপ্রকাশ গিরির সামনেই তাঁর বাবা অখিলকে উদ্দেশ করে ‘চোর-চোর’ স্লোগান দেওয়া হয়। বিক্ষোভের মুখে পড়ে সেই মুহূর্তে সেখান থেকে চলে গেলেও পরে মনোনয়ন জমা দেন চিন্তামণিরা।

অন্য দিকে ওই দিনই, অখিল এক জনের বাইকে বসে যাচ্ছিলেন। সেই সময় তাঁকে দেখে চোর চোর স্লোগান দেন কয়েক জন। তাঁরা পটাশপুরের বিধায়ক উত্তম বারিকের ঘনিষ্ঠ বলে পরিচিত। বাইক থেকে নেমে এসে তাঁদের দিকে উদ্দেশ করে অখিল গিরিকে হুমকি দিতে শোনা যায়, ‘‘বম্ব চার্জ করব… ৫ মিনিটে বুঝিয়ে দেব। পাঁচ মিনিটে খতম করে দেব। বুঝবে মজা।’’ উত্তম গোষ্ঠীর লোকজন পাল্টা ‘হো-হো’ শব্দ করে ব্যঙ্গ করেন দলেরই বিধায়ক অখিলকে। গোটা ঘটনা ধরা পড়ে উপস্থিত ব্যক্তিদের মোবাইলের ক্যামেরায়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *