নিজস্ব সংবাদদাতা, খড়গপুর: স্থায়ীভাবে সিপিএমের (CPM) পশ্চিম মেদিনীপুর জেলা সম্পাদকের দায়িত্ব পেলেন বিজয় পাল (Bijoy Paul)। ১২ ও ১৩ জানুয়ারি ২ দিন ধরে চলা ২৫তম সিপিএমের পশ্চিম মেদিনীপুর জেলা সম্মেলন শেষ হল সোমবার সন্ধ্যায়। সম্মেলনের প্রায় শেষলগ্নে ঘোষণা করা হল নতুন জেলা সম্পাদকের নাম।
জেলা সম্পাদকের পদে প্রাক্তন মন্ত্রী সুশান্ত ঘোষের মেয়াদ ২০২৫ এর মাঝামাঝি শেষ হওয়ার কথা ছিল। কিন্তু তাঁকে নিয়ে বিতর্ক তৈরি হওয়ায় অস্থায়ী ভাবে দায়িত্ব দেওয়া হয় বিজয় পালকে। এবার তিনিই স্থায়ী ভাবে দায়িত্ব পেলেন। দুদিন ধরে চলা এই সম্মেলনে উপস্থিত ছিলেন বিমান বসু, মহম্মদ সেলিমের মতো সিপিএমের শীর্ষ নেতৃত্ব।
সম্মেলন শুরুর আগে বিজয় পাল ছাড়াও বেশ কয়েকটি নাম জেলা সম্পাদকের পদের জন্য ভেসে বেড়াচ্ছিল সিপিএমের পশ্চিম মেদিনীপুরের হাওয়ায়। দৌড়ে ছিলেন বলে শোনা যাচ্ছিল, প্রাক্তন সর্বভারতীয় যুব সম্পাদক এবং সিপিএমের বর্তমান রাজ্য কমিটির সদস্য তাপস সিনহা, প্রাক্তন ছাত্র যুব নেতা সমর পাল, প্রাক্তন ছাত্রনেতা তথা গণশক্তির প্রাক্তন সাংবাদিক, বর্তমান কৃষক সভা নেতা মেঘনাদ ভুঁইয়া সহ প্রাক্তন জেলা যুব সম্পাদক কমল পলমলের নামও। শেষ পর্যন্ত জেলা সম্পাদক হিসাবে সম্মেলন মঞ্চ থেকে ঘোষণা করা হয় সিপিএম নেতা বিজয় পালের নাম।
নবনির্বাচিত পশ্চিম মেদিনীপুর সিপিএম জেলা কমিটি (২ জন পরে অন্তর্ভুক্ত হবেন)
১) বিজয় পাল, ২) সমর মুখার্জি, ৩) অশোক সাঁতরা, ৪) মেঘনাদ ভুইয়া, ৫) গীতা হাঁসদা, ৬) তাপস সিনহা, ৭) কমল পলমল, ৮) গোপাল প্রামাণিক, ৯) উত্তম মন্ডল, ১০) সৌগত পান্ডা, ১১) সুকুমার আচার্য, ১২) প্রাণকৃষ্ণ মন্ডল, ১৩) সবুজ ঘোড়ই, ১৪) আহমেদ আলি, ১৫) কৃষ্ণপ্রসাদ দুলে, ১৬) তপন ঘোষ, ১৭) শান্তনু চক্রবর্তী, ১৮) গুণধর বোস, ১৯) আব্বাস আলি, ২০) চন্দন গুছাইত, ২১) মদন বসু, ২২) রতন দে, ২৩) প্রণব দে, ২৪) রীতা জানা, ২৫) সুদীপ্ত সরকার, ২৬) কমল ঘোষ, ২৭) দিলীপ সাউ, ২৮) রামচন্দ্র মন্ডল, ২৯) জয়দীপ খাটুয়া, ৩০) নাসিমা বিবি, ৩১) পাপিয়া চৌধুরী, ৩২) শুক্লা ঘোষ, ৩৩) কানন বৈদ্য, ৩৪) বিমান ভট্টাচার্য, ৩৫) সমীর হাজরা, ৩৬) চিত্র পাল, ৩৭) নলিন হেমরম, ৩৮) রনজিৎ পাল, ৩৯) স্মৃতিকণা দেবনাথ, ৪০) দিবাকর ভূঁইয়া, ৪১) সন্দীপ রায়, ৪২) সৈয়দ নিয়ামত হোসেন, ৪৩) প্রসেনজিৎ মুদি, ৪৪) মোস্তফা বক্স, ৪৫) চিন্ময় কর, ৪৬) চিন্ময় পাল, ৪৭) সুমিত অধিকারী, ৪৮) অশোক জানা, ৪৯) রাজীব পালধি, ৫০) সলমা মান্ডি, ৫১) জগন্নাথ ঘোড়াই, ৫২) অমিতাভ দাস, ৫৩) অমল ঘোড়াই, ৫৪) চঞ্চল মন্ডল, ৫৫) পরিতোষ মাহাতো, ৫৬) জগন্নাথ খান, ৫৭) ডালিয়া ভট্টাচার্য, ৫৮) ছবি পাখিরা, ৫৯) চন্দনী বাস্কে, ৬০) রনিত বেরা, ৬১) সুকুমার মাজি, ৬২) কুন্দন গোপ, ৬৩) মধুসূদন রায়, ৬৪) সপ্তর্ষি নাগ, ৬৫) শ্যামসুন্দর জানা, ৬৬) লক্ষ্মীকান্ত ঘোষ, ৬৭) চন্দ্রনাথ ব্যানার্জি, ৬৮) কংকর জানা।
আমন্ত্রিত সদস্য – ভাস্কর দত্ত, শ্যাম পান্ডে, সুনীল অধিকারী