ব্যুরো রিপোর্ট: চিনের উহান ইনস্টিটিউট অফ ভাইরোলজির গবেষকরা নতুন এক ভাইরাসের খোঁজ পেয়েছেন। এবং এবারও এই ভাইরাসটির খোঁজ মিলেছে বাদুড়ের শরীর থেকে। গবেষকরা জানিয়েছেন এই ভাইরাসও মানুষকে আক্রমণ করতে সক্ষম।
নতুন ভাইরাসটিকে HKU5-CoV-2 হিসাবে চিহ্নিত করা হয়েছে। গবেষকরা জানিয়েছেন এই ভাইরাসটিও SARS-CoV-2 ভাইরাসের মতো একই সেলুলার এন্ট্রি মেকানিজম ব্যবহার করে যা COVID-19 মহামারী সৃষ্টি করেছিল। অর্থাৎ করোনাভাইরাস যেভাবে মানব শরীরে ছড়িয়ে পড়েছিল এই ভাইরাসেরও সেই ক্ষমতা রয়েছে।
বিজ্ঞানীরা সতর্ক করার পাশাপাশি জানিয়েছেন, ভাইরাসটির মানব শরীরকে সংক্রামিত করার সম্ভাবনা থাকলেও, এটির ছড়িয়ে পড়ার দক্ষতা SARS-CoV-2 এর তুলনায় উল্লেখযোগ্য ভাবে কম, যা মানব স্বাস্থ্যের ক্ষেত্রে করোনার থেকে কম আতঙ্কের।
উহান ইনস্টিটিউট অফ ভাইরোলজি অ্যান্ড নিউজউইকের গবেষকদের মতে, ভাইরাসটির আরও পর্যবেক্ষণের প্রয়োজন। তবে এর কার্যকারিতা কোভিড ভাইরাসের তুলনায় “উল্লেখযোগ্যভাবে কম” এবং “মানব জনগোষ্ঠীতে HKU5-CoV-2 এর ক্ষতিকারক ঝুঁকিকে অতিরঞ্জিত করা উচিত নয়”।