নিজস্ব সংবাদদাতা, শালবনি: পশ্চিম মেদিনীপুরের শালবনিতে (Salboni Industrial park) জোড়া প্রকল্পের শিলান্যাস করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (CM Mamata Banerjee)। ২১ এপ্রিল সোমবার জিন্দাল গোষ্ঠীর তাপবিদ্যুৎ প্রকল্প এবং ইন্ডাস্ট্রিয়াল পার্কের শিলান্যাস হল। যেখান থেকে প্রায় ১৫ হাজার কর্মসংস্থানের আশা করা হচ্ছে।
মুখ্যমন্ত্রীর সঙ্গে এদিনের অনুষ্ঠানে জিন্দাল গোষ্ঠীর কর্ণদার সজ্জন জিন্দাল, সৌরভ গঙ্গোপাধ্যায়, সাংসদ দীপক অধিকারী, মন্ত্রী অরূপ বিশ্বাস, মানস ভূঁইয়া, শ্রীকান্ত মাহাতো, শিউলি সাহা, কালিপদ সরেন, জুন মালিয়া, জেলা পরিষদের সভাধিপতি প্রতিভা মাইতি, সহ সভাধিপতি অজিত মাইতি প্রমুখ।
রাজ্যে শিল্প এবং দৈনন্দিন চাহিদার কথা মাথায় রেখে এই ১৬০০ মেগা ওয়াটের বিদ্যুৎ প্রকল্প তৈরি হচ্ছে বলে জানিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। খরচ ধরা হয়েছে ১৬ হাজার কোটি টাকা। বিদ্যুৎ প্রকল্প এবং ইন্ডাস্ট্রিয়াল পার্ক মিলে প্রায় ২ হাজার একর জমির এই কর্মকাণ্ড শুরু হচ্ছে।
মুখ্যমন্ত্রী আরও জানিয়েছেন, এই বিদ্যুৎ প্রকল্প পুরোপুরি কাজ শুরু করলে আগামী ১০০ বছর রাজ্যে বিদ্যুতের ঘাটতি হবে না। এবং এই ইন্ডাস্ট্রিয়াল পার্ক রাজ্যকে অন্য উচ্চতায় নিয়ে যাবে। এবং যাঁরা বলেন বাংলায় শিল্প আসছে না, তাঁরা এসে দেখে যান শালবনি। পাশাপাশি বিগত ৭টি বেঙ্গল গ্লোবাল বিজনেস সামিটের সাফল্যের কথাও তুলে ধরেন। শুধু গত বিজিবিএস থেকেই ৪ লাখ ৪০ হাজার কোটি টাকার প্রস্তাব এসেছে বলে জানিয়েছেন মুখ্যমন্ত্রী। তার মধ্যে বেশ কয়েকটির প্রশেস শুরু হয়ে গিয়েছে।
শালবনিতে ইন্ডাস্ট্রিয়াল পার্কের পাশাপাশি একটি স্কিল ডেভেলপমেন্ট স্কুল তৈরি করবে জিন্দাল গোষ্ঠী। শালবনিতে ইতিমধ্যেই জাপান কোরিয়া থেকে শিল্প বিনিয়োগের প্রস্তাব রয়েছে। এর আগে জিন্দাল গোষ্ঠীর সিমেন্ট কারখানা চালু হয়েছে শালবনিতে। তাই সব মিলিয়ে এলাকার মানুষ খুশি বিপুল কর্মসংস্থানের কথা ভেবে।