নিষিদ্ধ মাদকসহ দাসপুরে ধৃত ৩ যুবক, বড় পাচার চক্রের হদিস পেতে তৎপর পুলিশ!

বিপুল পরিমাণ কাশির সিরাপ উদ্ধার; অভিযুক্তদের বিরুদ্ধে NDPS আইনে মামলা রুজু

নিজস্ব প্রতিনিধি, দাসপুর: পশ্চিম মেদিনীপুর জেলার দাসপুরে সক্রিয় মাদক পাচারচক্রের সঙ্গে যুক্ত থাকার অভিযোগে তিন যুবককে গ্রেফতার করলো পুলিশ। শুক্রবার রাতে দাসপুর থানার চাঁইপাট এলাকায় বিশেষ অভিযান চালিয়ে এই যুবকদের বিপুল পরিমাণ নিষিদ্ধ কাশির সিরাপ ভর্তি ব্যাগসহ পাকড়াও করা হয়। এর মাধ্যমে একটি বড়সড় মাদকচক্রের সূত্র মিলতে পারে বলে মনে করছে পুলিশ।

অভিযান ও গ্রেফতার:

পুলিশ সূত্রে খবর, ধৃতরা তিন জনেই দাসপুর থানা এলাকার। এরা হল— জয়মাল্য পাল (সামাটবেড়িয়া), সৈকত মাইতি (কলোড়া), এবং প্রসেনজিৎ জানা (যদুপুর)। শুক্রবার সন্ধ্যা থেকেই চাঁইপাট এলাকায় সন্দেহজনক ভাবে এরা ঘোরাঘুরি করছিল। গোপন সূত্রে এই খবর পেয়ে দাসপুর থানার পুলিশ দ্রুত অভিযানে নামে। তাদের আটক করে তল্লাশি চালাতেই তিনটি ব্যাগের মধ্যে থেকে উদ্ধার হয় বিপুল পরিমাণ নিষিদ্ধ কাশির সিরাপ, যা মূলত মাদক হিসেবে ব্যবহার করা হয়।

ঘাটাল মহকুমার পুলিশ আধিকারিক (এসডিপিও) দুর্লভ সরকার জানান, “চাঁইপাট এলাকায় বেশ কিছুদিন ধরেই একটি মাদক পাচারচক্র সক্রিয় ছিল। এই তিন জনকে গ্রেফতারের মাধ্যমে সেই বৃহত্তর চক্রের মূল পান্ডাদের চিহ্নিত করা সম্ভব হতে পারে।”

অভিযানের সময় দাসপুর ব্লকের বিডিও প্রবীর কুমার শিট, দাসপুর থানার ওসি অঞ্জনি তিওয়ারি, সেকেন্ড অফিসার তরুণ হাজরা এবং বিশাল পুলিশ বাহিনী উপস্থিত ছিল। বাজেয়াপ্ত করা হয়েছে সমস্ত মাদকদ্রব্য।

অন্যান্য অপরাধে যুক্ত থাকার তথ্য:

প্রাথমিক তদন্তে পুলিশ জানতে পেরেছে, এই তিন যুবক অতীতে চুরি, ছিনতাই ও পাচারসহ নানা ধরনের অপরাধমূলক কর্মকাণ্ডের সঙ্গে জড়িত ছিল। এদের বিরুদ্ধে কঠোর এনডিপিএস (NDPS) আইনে মামলা রুজু করা হয়েছে এবং শনিবারই ঘাটাল আদালতে তাদের তোলা হয়। পুলিশ মনে করছে, এর পেছনে আরও বড় কোনও চক্রের হাত রয়েছে, যার সন্ধানে বর্তমানে জোরদার তদন্ত চলছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *