নিজস্ব সংবাদদাতা, দাসপুর: তেলেঙ্গানায় রাসায়নিক কারখানায় বিস্ফোরণে মৃত অপর এক পরিযায়ী শ্রমিক অসীম টুডুর দেহ ফিরল গ্রামে। এর আগে শ্যামসুন্দর টুডুর দেহ আসে। পশ্চিম মেদিনীপুরে দাসপুরের হরি রাজপুর গ্রামের মৃত দুই সন্তানকে চোখের জলে শেষ শ্রদ্ধা জানালেন কয়েকশো এলাকাবাসী।
শনিবার সকালে এবং রাত্রে দেহ দুটি আসার সময় শোকস্তব্ধ পরিবারকে সমবেদন জানাতে উপস্থিত ছিলেন ওয়েস্টবেঙ্গল মাইগ্রান্ট ওয়ার্কার্স ইউনিয়নের জেলা নেতৃত্ব উত্তম মণ্ডল, প্রশান্ত সরকার, রাজকুমার বিশয়ী, শ্যামপদ সানকি। তাঁরা শোক গ্রস্ত পরিবারগুলির পাশে থাকার এবং ভবিষ্যতে সব রকম সাহায্যের কথা জানিয়েছেন। সেই সঙ্গে পরিযায়ী শ্রমিকদের নানান অধিকারের প্রশ্নে সমালোচনা করেন প্রশাসনের।
এই একই গ্রাম থেকে, শ্যামসুন্দর ও তাঁর বাবা তারাপদ টুডু এবং অসীম টুডু, রাজীব টুডু তেলেঙ্গানার সাঙ্গারেড্ডি জেলার কারখানাটিতে কাজ করতে যান। দুর্ঘটনায় শ্যামসুন্দর এবং অসীমের মৃত্যু হয়। প্রায় ৭০ শতাংশ অগ্নিদ্বগ্ধ হয়ে তেলেঙ্গানার একটি হাসপাতালের আইসিইউতে ভর্তি রয়েছেন তারাপদ টুডু। বিস্ফোরণের ঘটনাটি ঘটে ৩০ জুন সোমবার। তাতে কমপক্ষে ৩৫ জনের মৃত্যুর খবর পাওয়া গিয়েছে। তার পরেই শোকে কার্যত ভেঙে পড়ে গোটা হরি রাজপুর।