Arvind Kejriwal: সুপ্রিম নির্দেশে তিহার জেল থেকে বেরচ্ছেন দিল্লির মুখ্যমন্ত্রী

ব্যুরো রিপোর্ট: আবগারি দুর্নীতির অভিযোগে সিবিআই (CBI) মামলায়তেও জামিন পেলেন দিল্লির মুখ্যমন্ত্রী তথা আম আদমি পার্টি সুপ্রিমো অরবিন্দ কেজরিয়াল (Arvind Kejriwal)। এর আগে ইডির করা মামলায় জামিন পেয়েছিলে। এবার সিবিআইয়ের মামলায় জামিন মেলায় প্রায় ৬ মাস পর আজই সম্ভবত তিনি তিহার জেল থেকে বেরিয়ে আসবেন।

আবগারি দুর্নীতি মামলায় প্রথমে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট মার্চ মাসের ২১ তারিখ গ্রেফতার করে। তখনই আপের তরফে প্রতিহিংসার রাজনীতির অভিযোগ তোলা হয় বিজেপির বিরুদ্ধে। এরই মাঝে ২৬ জুন ফের কেজরিওয়ালকে গ্রেফতারের কথা জানায় সিবিআই। আপের অভিযোগ, জেলে আটকে রাখতেই সিবিআই গ্রেফতার করেছে। তবে শেষ পর্যন্ত শুক্রবার তাঁকে জামিন দিল সুপ্রিম কোর্ট।

সুপ্রিম কোর্টের নির্দেশের পর আপ নেতা তথা দিল্লির উপমুখ্যমন্ত্রী মণীশ সিসোদিয়া তীব্র ভাষায় বিজেপিকে আক্রমণ করেছেন। তাঁর দাবি আম আদমি পার্টিকে ভাঙার জন্য অরবিন্দ কেজরিওয়ালকে গ্রেফতার করা হয়েছিল কিন্তু যতই চেষ্টা হোক দিল্লির সরকার বা আম আদমি পার্টিকে টলানো যায়নি। সুপ্রিম কোর্টেও তা প্রমাণ হয়ে গেল।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *