নিজস্ব সংবাদাতা, দাসপুর: জেলা স্তরেই ছিটকে যাচ্ছিল গোটা রাজ্যে যোগ ব্যায়ামে (Yoga Competition) প্রথম হওয়া (champion) প্রেয়সী ঘাঁটা। সম্প্রতি শেষ হওয়া রাজ্য ক্রীড়া প্রতিযোগিতায় যোগ ব্যায়ামের গ বিভাগে সবার সেরা হয়েছে প্রেয়সী ঘাঁটা। কিন্তু সেই রাজ্য স্তরে পৌঁছতেই পারত না, কারণ জেলা স্তরেই প্রথম হওয়া সত্ত্বেও তাকে হারিয়ে দেওয়া হচ্ছিল। DYFI felicitates Yoga C category state sports competition champion.
পশ্চিম মেদিনীপুরে দাসপুর ব্লকের কলাইকুন্ডুর বাসিন্দা প্রেয়সীকে বৃহস্পতিবার তার বাড়িতে সংবর্ধনা দেয় DYFI কলোড়া লোকাল কমিটি। সেখানে উপস্থিত ছিলেন, সংগঠনের সভাপতি দেবাশিস মুখার্জি, সম্পাদক প্রবীর সামন্ত, দাসপুর ১ বিজ্ঞান কেন্দ্রের সভাপতি ভবানন্দ জানা সহ বিভিন্ন সংগঠনের নেতৃত্ব।

সংবর্ধনা দেওয়ার সময়ই প্রেয়সীর বাবা সুদীপ ঘাঁটা শোনান কী ভাবে তাঁর মেয়ে জেলা স্তরের প্রতিযোগিতায় প্রথম হওয়া সত্ত্বেও দ্বিতীয় বলে ঘোষণা করা হয়। কিন্তু শেষ পর্যন্ত লড়াই করে মেয়ের জন্য সেরার শিরোপা ছিনিয়ে আনেন তাঁরা। সেখানে প্রথম হয়ে রাজ্যে গিয়েও সবাইকে হারিয়ে প্রথম হয়েছে প্রেয়সী।