নিজস্ব সংবাদদাতা, ধূপগুড়ি: ফসলের পোকা মারতে পরিবেশ বান্ধব ফাঁদ বিতরণ প্রশাসনের। আতমা (ATMA) প্রকল্পে ধূপগুড়ির ঝুমুর সংলগ্ন কৃষি খামারে বিতরণ করা হল কীটপতঙ্গ মারার (Pest Control) সোলার ল্যান্ড ট্র্যাপ। আপাতত এটি কিচেন গার্ডেনে পরীক্ষামূলক ভাবে ব্যবহারের জন্য বিতরণ করা হল। যদি সফল ভাবে কাজ করে তবে তা আরও বেশি করে মানুষের হাতে দেওয়া হবে। এদিন পরম্পরা কৃষি ভিকাশ যোজনা গ্রুপের ২৫টি গ্রুপের ২৫ জনকে ও পঞ্চায়েত সমিতির ২০ জনকে কীটপতঙ্গ মারার সোলার ল্যান্ড ট্র্যাপ বিতরণ করা হয়।
২৭ মে মঙ্গলবার দুপুরে কৃষি তথ্য উপদেষ্টা কেন্দ্রের তত্ত্বাবধানে পরম্পরাগত কৃষি বিকাশ যোজনা (PKBY) গ্রুপের সদস্য ও ধূপগুড়ি পঞ্চায়েত সমিতির সদস্যদের এই সোলার ল্যান্ড ট্র্যাপ বিতরণ করা হয়। এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, ধূপগুড়ির মহকুমা শাসক পুষ্পা দোলমা লেপচা, বিডিও সঞ্জয় প্রধান, সহকৃষি অধিকর্তা তিলক বর্মন, বিধায়ক ডঃ নির্মলচন্দ্র রায়, পঞ্চায়েত সমিতির সভাপতি অর্চনা সূত্রধর, সহকারি সভাপতি দিপুরায় সহ অন্যান্যরা।
এই যন্ত্র দিনের বেলায় সূর্যের আলোয় চার্জ হয়, সন্ধ্যাবেলা জ্বলে ওঠে। ফসলের বিভিন্ন পোকামাকড় উজ্জ্বল বিশেষ আলো দেখে আকৃষ্ট হয়ে ফাঁদে পড়ে মারা যায়। এই সোলার লাইট ট্র্যাপ পেয়ে খুশি উপভোক্তারাও।