ব্যুরো রিপোর্ট: সিনেমা পাড়ায় প্রায় দেখাই মেলে না। তবে সোশ্যাল মিডিয়ার (Social media) যুগে ভালই সাড়া পান কহোনা প্যায়ার হ্যায় স্টার আমিশা পাটেল (Amisha Patel)। সম্প্রতি তাঁর একটি ছবি ঘিরে হইচই পড়ে গিয়েছে নেটপাড়ায়। গদর গার্ল কি অন্তঃসত্ত্বা? তাঁর সবুজ মনোকিনিতে একটি ছবিতে তাঁকে বেস স্ফিতদোর দেখাচ্ছে। তা ঘিরেই যত জল্পনা।
সাল ২০০০ এ ‘কাহো না প্যায়ার হ্যায়’ এর হাত ধরেই বলিউডে পা রাখেন। নবাগত ঋত্ত্বিক রোশনের সঙ্গে প্রথম ছবিতেই দর্শকদের মন কেড়ে নিয়েছে। তারপর ২০০১ ‘গদর এক প্রেম কথা’ এবং ধীরে ধীরে বেশ কিছু সিনেমা করে বলিউটে জায়গা করে নিয়েছিলেন। শুধু তাই নয় তাঁর সৌন্দর্য আর অভিনয়ও মানুষের মনে জায়গা করে নিয়েছিল। কিন্তু মাঝে বেশ কয়েক বছর তিনি সিনেমাজগত থেকে কেমন হারিয়ে গিয়েছিলেন। ২০২৩ সালে ‘গদর ২’ দিয়ে কামব্যাক করেন।
পঞ্চাশ ছুঁই ছুঁই গ্ল্যামারাস আমিশা প্যাটেলকে প্রায়ই ইন্সটাগ্রামে সুন্দর সুন্দর ছবি দিতে দেখা যায়। ঠিক যেন এখনও সুইট সিক্সটিন। সম্প্রতি দুবাইতে গিয়ে একটি সুন্দর সবুজ মনোকিনি, কালো সানগ্লাসে তাঁকে ইনস্টাগ্রামে দেখা গিয়েছে। কিন্তু সেই ছবিতে তাঁর যেন বেবি বাম্প স্পষ্ট হয়ে উঠেছে! তাহলে সত্যি কি আমিশা মা হতে চলেছেন? এই নিয়ে নানান প্রশ্ন উঠতে থাকে, বিয়ে কব হল, নাকি বিয়ে না করেই মা হতে চলেছেন, সন্তানের বাবা কে, ইত্যাদি ইত্যাদি। সোশ্যাল মিডিয়া এখন তাঁকে নিয়ে রীতিমতো হইচই চলছে। তবে এখনও পর্যন্ত গোটা বিষয়টি নিয়ে কোনও প্রতিক্রিয়া মেলেনি আমিশার।