নিজস্ব সংবাদদাতা, মেদিনীপুর: এ যেন দিনের আলোয় রীতিমতো পুকুর চুরি (Illegal pond filling)। বেআইনি ভাবে পঞ্চায়েত সদস্যার আত্মীয়র পুকুর ভরাট চলছিল জোর কদমে। মেদিনীপু সদর ব্লকের শিরোমণি গ্রাম পঞ্চায়েত এলাকার ঘটনা। খবর পেয়েই ঘটনাস্থলে গিয়ে ব্যবস্থা নেন পুলিশ, ভূমি ও রাজস্ব দফতর।
শুক্রবার খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে দেখা যায়, ট্রাক্টর ট্রাক্টর মাটি পড়ছে একটি পুকুরে। খোঁজ নিয়ে জানা যায়, পুকুরটি স্থানীয় পঞ্চায়েত সদস্যা রীতা মাইতির আত্মীয় প্রভঞ্জন মাইতির। রীতি ও প্রভঞ্জন দুজনেই জানেন এভাবে পুকুর ভরাট বেআইনি। কিন্তু তাও চলছিল পুকুর ভরাট।
বিএলআরও আধিকারি ঘটনাস্থলে পৌঁছে পুকুর ভরাট বন্ধ করতে নির্দেশ দেন। যা মাটি ফেলা হয়েছে তাও তুলে ফেলতে বলেন। এমনি দুটি ট্রাক্টরও আটক করা হয়েছে।