ব্যুরো রিপোর্ট: প্যারিস অলিম্পিকে (Olympic 2024) ভারতের (India) সোনা জেতার শেষ আশাও পূরণ হল না। পুরুষদের বর্ষা নিক্ষেপে গত বারের সোনাজয়ী নীরজ চোপড়াকে (Neeraj Chopra) রূপা (Silver)নিয়েই সন্তুষ্ট থাকতে হল। সোনা জিতলেন পাকিস্তানের আর্শাদ নাদিম। নীরজ গতবারের থেকে কয়েক মিটার বেশি ছুঁড়লেও নতুন বিশ্বরেকর্ড গড়ে সোনা ছিনিয়ে নেন আর্শাদ।
একের পর এক বিভাগে মেডেল হাতছাড়া হওয়ার পর শেষ আশা ছিল গত বারের সোনাজয়ী নীরজকে নিয়ে। কিন্তু শান্ত স্বভাবের নীরজকে আজ প্রথম থেকেই একটু চাপে থাকতে দেখা গিয়েছে। হয়তো সোনা ধরে রাখার চাপটা শুরুর থেকেই ছিল। অন্য দিকে আর্শাদের উপর সেই চাপ ছিল না।
ফাইনালের প্রথম রাউন্ডে অংশ নেন ১২ জন। যাঁরা প্রত্যেকে ৩টি করে থ্রো পান। সেখানেই আর্শাদ ৯২.৯৭ মিটার থ্রো করেন। এই রাউন্টে নীরজের তিনটি থ্রোয়ের মধ্যে একটি মাত্র মান্যতা পায়। সেটি তিনি ছোঁড়েন ৮৯.৩৪ মিটার। বাকি দুটি থ্রো ডিসকোয়ালিফাই হন।
এর পর ১২ জনের মধ্যে থেকে প্রথম হওয়া ৮ জন ফের ৩টি করে থ্রোয়ের সুযোগ পান। কিন্তু সেখানেও নীরজ আর্শাদের ৯২.৯৭ মিটার থ্রো টপকে যেতে পারেননি। আর্শাদ আবার শেষ থ্রোটি ৯০ মিটার পার করে দেন। সব মিলিয়ে শেষ ৮ জনের মোট ৬টি থ্রো থেকে সেরাগুলি বেছে নিয়ে যে তালিকা দাঁড়ায় তাতে আর্শাদ, নীরজের পরে তৃতীয় স্থানে থেকে ব্রোঞ্জ জিতে নেন গ্রেনেডার অ্যান্ডারসন পিটার্স। তাঁর সেরা থ্রো ছিল ৮৮.৫৪ মিটার।
নীরজকে শুভেচ্ছা জানিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।
এদিকে আজ পুরুষদের হকিতে তৃতীয় স্থানের লড়াইয়ে স্পেনকে ২-১ গোলে হারিয়ে ব্রোঞ্জ জিতে নিয়েছে ভারত। সব মিলিয়ে ভারত ৪টি ব্রোঞ্জ এবং ১টি রূপা জিতেছে এই পর্যন্ত। পদক তালিকায় ৬৩ নম্বর স্থানে রয়েছে ভারত। ৩০টি সোনা জিতে এখনও পর্যন্ত আমেরিকা সবার শীর্ষে, ২৮টি সোনা জিতে চিন দ্বিতীয় স্থানে এবং ১৮টি সোনা জিতে তৃতীয় স্থানে রয়েছে অস্ট্রেলিয়া। আয়োজক ফ্রান্স ১৪টি সোনা জিতে চতুর্থ স্থানে রয়েছে।