IIT Delhi GST: আইআইটি দিল্লিকে ১২০ কোটি টাকা জিএসটি নোটিশ!

ব্যুরো রিপোর্ট: শিক্ষা প্রতিষ্ঠানে জিএসটির (GST Notice) নোটিশ পাঠিয়েও চাপে পড়ে তা প্রত্যাহার করতে হল অর্থ মন্ত্রককে। সম্প্রতি দিল্লি আইআইটি (IIT Delhi) সহ বেশ কয়েকটি শিক্ষা প্রতিষ্ঠানকে, কেন জিএসটি বাকি তার কারণ দর্শানোর নোটিশ পাঠানো হয়।

জিএসটি নিয়ে এনডিএ সরকারের বিরুদ্ধে শুরু থেকেই প্রচুর অভিযোগ বিরোধীদের। অভিযোগ, যে ভাবে প্রস্তুতি না নিয়েই জিএসটি লাগু করে দেওয়া হয়েছে তাতে বহু ছোট ব্যবসায়ী পথে বসেছেন। এমনকি শিক্ষা সামগ্রী, মৃতদেহের চাদর সহ এমন কিছু কিছু এতটাই জিএসটি বসেছে যা নিয়ে বিরোধী থেকে সাধারণ মানুষ ক্ষোভ প্রকাশ করেছে। এবার শিক্ষা প্রতিষ্ঠানে যে অনুদান আসে তাতে জিএসটি চেয়ে আরও সমালোচনার মুখে পড়ল কেন্দ্রীয় সরকার।

২০১৭ থেকে ২০২২ সালের মধ্যে আইআইটি দিল্লি যে গবেষণার জন্য অনুদান পেয়েছে তার বকেয়া এবং তার উপর সুদের পরিমান বাবদ কেন ১২০ কোটি টাকা জিএসটি দেওয়া হয়নি তা জানতে চেয়ে নোটিশ পাঠানো হয়। বিষয়টি নিয়ে শিক্ষা মন্ত্রক যোগাযোগ করে অর্থ মন্ত্রকের সঙ্গে। তার পরই সেই নোটিশ প্রত্যাহার করা হয় বলে জানানো হয়েছে।

এই ভাবে শিক্ষা প্রতিষ্ঠানে গবেষণার জন্য আসা অনুদানের উপর জিএসটি চাওয়ায় তীব্র সমালোচনার মুখে পড়তে হয়েছে সরকারকে। অনেক গবেষকের অভিযোগ এই সরকার এমনিতেই গবেষণায় অনুদান কমিয়ে দিয়েছে। তার উপর আবার জিএসটি বসানো? কিছু বলার নেই।

দিল্লি আইআইটি ছাড়াও এই নোটিশ গিয়েছিল তামিলনাড়ুর আন্না বিশ্ববিদ্যালয়ে। সেখানে ৫ কোটি ৪০ লক্ষ টাকার বকেয়া জিএসটির নোটিশ গিয়েছিল। এবং সব ক্ষেত্রেই উত্তর দেওয়ার জন্য ৩০ দিনের সময় দেওয়া হয়েছিল। আরও বেশ কিছু সরকারি এবং বেসরকারি বিশ্ববিদ্যালয় এবং কলেজে এমন নোটিশ গিয়েছিল বলে জানা গিয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *