নিজস্ব সংবাদদাতা, শালবনি: জাতীয় দলের হয়ে পশ্চিম মেদিনীপুরে শালবনির তিলাখুলার মেয়ে মৌসুমি মুর্মু ত্রিদেশীয় সিরিজে নামতে পারে নেপালের বিরুদ্ধে। শিলংয়ের জওহরলাল নেহরু স্টেডিয়ামে ফিফার ৩টি ফ্রেন্ডলি আন্তর্জাতিক ম্যাচের আয়োজন করা হয়েছে। ভারত ছাড়াও খেলছে ইরান ও নেপাল। প্রথম ম্যাচে ইরানের কাছে ২-০ গোলে হেরেছে ভারত।
ইরানের বিরুদ্ধে প্রথম ম্যাচে প্রথমিক ২২ জনের দলে জায়গা হলেও চূড়ান্ত ১৫ জনের দলে সুযোগ হয়নি মৌসুমির। এই ম্যাচে মৌসুমি মাঠে নামার সুযোগ না পেলেও নেপালের বিরুদ্ধে আগামী ২৭ অক্টোবরের ম্যাচে সুযোগ পাবে বলে আশাবাদী জঙ্গলমহলে তাঁর কোচ নারায়ণ সিং। ২৪ তারিখ নেপালের বিরুদ্ধে নামছে ইরান।
জঙ্গলমহলের প্রত্যন্ত এলাকা থেকে উঠে আসা মৌসুমি ছোট বেলা থেকেই খেলাধুলার প্রতি প্রবল আগ্রহ। এবং সেই জেদ তাকে প্রাথমিকে পড়ার সময় রাজ্য স্তরের ক্রীড়া প্রতিযোগিতায় নিয়ে গিয়েছিল। ছোটবেলা থেকেই অ্যাথলেটিকসের পাশাপাশি ফুটবলের প্রতি প্রবল প্রেম। তাই মেদিনীপুর শহরে ফুটবলের প্রশিক্ষণ নিতে শুরু করে ছোটবেলা থেকেই। ১২ বছর বয়স থেকেই বাংলার দলে খেলতে শুরু করে। এর পর বাংলার হয়ে অনুর্ধ ১৪, ১৫, ১৭. ১৯ সব দলেই জয়গা করে নেয় মৌসুমি। এখন বাংলার সিনিয়র দলের গুরুত্বপূর্ণ প্লেয়ার জঙ্গলমহলের মেয়েটি। বাংলার হয়ে প্রায় সব প্রতিযোগিতায় ৯০ মিনিট করে মাঠে থাকছে। শুধু মাঠে থাকাই নয় তার পা থেকে আসছে একের পর এক গুরুত্বপূর্ণ গোল।
২০২৩ সালে প্রথম অনুর্ধ ১৯ জাতীয় মহিলা ফুটবল দলে জায়গা করে নেন মৌসুমি। তার পর ২০২৪-এ সিনিয়র ইন্ডিয়া টিমের হয়ে ফ্রেন্ডলি ম্যাচ খেলতে ভিয়েতনামে যান। সেখানেও মাঠে তাঁর উপস্থিতি ছিল চোখে পড়ার মতো। জাতীয় দলে সুযোগ পেয়ে দুবাইতে ফিফা ফ্রেন্ডলি ম্যাচ খেলে এসেছেন।
মৌসুমির কোচ নারায়ণ সিং জানিয়েছেন, জাতীয় দলে বাঁ পায়ের প্লেয়ারের অভাব পূরণ করছেন মৌসুমি। এমনিতে মৌসুমি রাইট আউটে খেলতে বেশি স্বচ্ছন্দ। তবে দলের প্রয়োজনে জাতীয় দলের কোচরা তাঁকে লেফ্ট আউটে খেলাচ্ছেন। দলের প্রয়োজনে সেখানেও মৌসুমি নিজেকে মানিয়ে নিয়েছেন। এবং শুধু মানিয়ে নেওয়াই নয় একের পর এক গোল করে যাচ্ছেন নতুন ভূমিকাতেও। নারায়ণ সিং জানিয়েছেন, ইরানের বিরুদ্ধে মৌসুমি মাঠে নামতে পায়নি ঠিক কথা তবে নেপালের বিরুদ্ধে তাঁকে ঠিক খেলানো হতে পারে।
কোনও অঘটন না ঘটলে এরপর এআইএফএফ-এর ইন্ডিয়ান ওমেন’স লিগেও খেলতে দেখা যাবে মৌসুমিকে। যেখানে বিভিন্ন রাজ্যের মোট ৮টি দল প্রতিযোগিতায় নামবে। পশ্চিমবঙ্গ থেকে ইস্টবেঙ্গল ও শ্রীভূমি ফুটবল ক্লাব নামছে প্রতিযোগায়। সেখানে মৌসুমিকে দেখা যাবে শ্রীভূমির জার্সি গায়ে। তবে আপাতত জঙ্গলমহলের মেয়ের শিলংয়ে নেপালের জালে বল জড়িয়ে দেওয়া দেখতে মুখিয়ে গোটা বাংলা।