নিজস্ব সংবাদদাতা, কালিগঞ্জ: Kaliganj by election-এর তৃণমূলের বিজয় মিছিল থেকে ছোঁড়া বোমায় নাবালিকার দেহ ছিন্নভিন্ন হওয়ার অভিযোগ উঠল! নদীয়ার কালিগঞ্জ উপনির্বাচনের ভোট গণনা তখনও শেষ হয়নি। কিন্তু এগিয়ে থাকার নিরিখে তৃণমূলের জয় এক প্রকার নিশ্চিত হতেই বিজয় মিছিল শুরু হয়ে যায়। অভিযোগ সেই মিছিল থেকেই সকেট বোমা ছুঁড়তে শুরু করা হয়।
কালিগঞ্জের মোলান্দি এলাকায় একের পর এক সিপিএম সমর্থকের বাড়ি লক্ষ্য করে এই বোমা ছোঁড়া হয় বলে অভিযোগ। বোমার আঘাতে ছিন্ন ভিন্ন হয়ে যায় বছর দশের এক নাবালিকা। চতুর্থ শ্রেণির ওই ছাত্রীর নাম তামান্না খাতুন। প্রথমে রক্তাক্ত অবস্থায় তাকে তুলে স্থানীয় হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা মৃত বলে ঘোষণা করেন।
এ বিষয়ে তৃণমূল নেতা তথা নদীয়া জেলা পরিষদের সভাধিপতি তারান্নুম সুলতানা মীর বলেন, প্রশাসনকে বলব কঠোর পদক্ষেপ করতে। দোষীরা যাতে ছাড়া না পায়। তবে আমার মনে হয় না তৃণমূলের বিজয় মিছিল থেকে এটা ঘটেছে। এটা বিরোধীদের ষড়যন্ত্র হয়ে থাকতে পারে।
অন্যদিকে এ বিষয়ে এলাকার সিপিএম কর্মী বাদশা শেখ বলেন, ওরা জয়ের উল্লাসে বোমাবাজি করছিল। অনেকটা সিপিএম কর্মীদের লক্ষ্য করে বোমাবাজির চেষ্টা করছিল। ঠিক তখনই ওই বাচ্চা মেয়েটির গায়ে লাগে। এরপর পুরো দেহ ক্ষতবিক্ষত হয়ে যায়।