নিজস্ব সংবাদদাতা, কলকাতা: শেষ বার দলের রাজ্য সদর দফতর আলিমুদ্দিন স্ট্রিটে এলেন সিপিএম নেতা তথা প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্য (Buddhdeb Bhattacharya)। কিন্তু এবার শববাহী গাড়িতে। আর তাঁকে চোখের জলে শেষ বিদায় জানাতে কয়েক হাজার মানুষের ভিড়। সেখানে দল মত নির্বিশেষে সবাই হাজির হয়েছেন। রাজ্য এবং সর্বভারতীয় নেতারও সামিল হন শেষযাত্রায়।
আজ সকালে পিস ওয়ার্ল্ড থেকে বিধানসভা ভবনে নিয়ে যাওয়া হয় বুদ্ধদেব ভট্টাচার্যের মরদেহ। সেখানে মুহুর্মুহু স্বতস্ফুর্ত স্লোগান ওঠে প্রয়াত নেতার নামে। সেখান থেকে মুজফ্ফর আহমেদ স্ট্রিটে দলের সদর দফতরে নিয়ে আসা হয় দেহ। আগে থেকেই যেহেতু এই রুট ঠিক করা ছিল তাই সিপিএন রাজ্য সদর দফতরে তাঁকে শেষবার শ্রদ্ধা জানাতে ভিড় করের অগুনতি মানুষ। প্রত্যেকেই সুশৃঙ্খল ভাবে শেষ শ্রদ্ধা জানানোর জন্য অপেক্ষা করছিলেন কিন্তু এত মানুষের ভিড়ে পরিস্থিতি কঠিন হয়ে পড়ে।
এজেসি বোস রোড ধরে যখন বুদ্ধদেব ভট্টাচার্যের দেহ এনআরএসে নিয়ে যাওয়া হচ্ছিল তখন কার্যত গোটা রাস্ত অবরুদ্ধ হয়ে পড়ে এই সতস্ফুর্ত এবং সুশৃঙ্খল মিছিলে। গোটা রাস্তা লাল ও সাদা পতাকায় ভরে গিয়েছিল। শেষ শ্রদ্ধা জানাতে শুধু যে রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে সিপিএম, বামপন্থী, ডিওয়াইএফআই, এসএফআই বা অন্য শাখা সংগঠনের সদস্যরা, সমর্থক এসেছিলেন তা নয়, এই শেষ যাত্রায় পা মিলিয়েছেন দলমত নির্বিশেষে সবাই।
মৃত্যুর পরে অঙ্গিকার মতো তাঁর চোখ দান করা হয়। এবং শুক্রবার এনআরএসে তাঁর দেহ দান প্রক্রিয়া সম্পন্ন হয়। যেহেতু এনআরএসে গান স্যালুট দেওয়া সম্ভব নয় তাই রাজ্য সরকারের প্রস্তাব থাকলেও তা সম্ভব হয়নি। সিপিএম নেতা রবিন দেব সে প্রসঙ্গে বলেন, গ্যান স্যালুট নয়, মানুষের স্যালুটে বিদায় জানানো হচ্ছে বুদ্ধদেব ভট্টাচার্যকে।