নিজস্ব সংবাদদাতা, মালদা: মালদা জেলা খাদ্য প্রক্রিয়াকরণ শিল্প ও উদ্যান পালন দপ্তর এবং গ্রাম উন্নয়ন দপ্তরের উদ্যোগে ১৯ থেকে ২২ জুন পর্যন্ত মালদা কলেজ ময়দানে হয়ে গেল সৃষ্টিশ্রী আম মেলা (Malda Mango Fair)। শতাধিক প্রজাতির আম নিয়ে প্রদর্শনী ও প্রতিযোগিতায় অংশ নেন মালদা সহ অন্যান্য জেলা এবং ভিন রাজ্যের আমচাষিরা। ।
১৯ জুন, বৃহস্পতিবার বিকেলে উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মালদা জেলা পরিষদের সভাধিপতি লিপিকা বর্মন ঘোষ, জেলা শাসক নিতিন সিংহানিয়া, বিধায়ীকা সাবিত্রী মিত্র, খাদ্য প্রক্রিয়াকরণ শিল্প ও উদ্যান পালন দপ্তরের জয়েন্ট সেক্রেটারি দেবাশিস ঘোষ, ইংরেজ বাজার পৌরসভার চেয়ারম্যান কৃষ্ণেন্দু নারায়ণ চৌধুরী, পুরাতন মালদা পৌরসভার চেয়ারম্যান কার্তিক ঘোষ সহ অন্যান্য আধিকারিক ও জনপ্রতিনিধিরা।
আম প্রদর্শনীর পাশাপাশি আম দিয়ে তৈরি বিভিন্ন মিষ্টি ও অন্যান্য খাদ্যসামগ্রীর প্রসরা নিয়ে হাজির হন আম চাষি ও বিক্রেতারা। থরে থরে সাজানো সেই সব নানান রং রূপ স্বাদ ও গন্ধের আম ও আমের তৈরি মিষ্টি ও অন্যান্য খাবারের স্বাদ নিতে হাজির হন বহু মানুষ।
জেলা শাসক জানান, কমপক্ষে ১০০ প্রজাতির আমের প্রদর্শনীর জন্য এসেছে। শুধু তাই নয়, প্রশাসনের তরফে বিভিন্ন সময় ভিন্ন ভিন্ন জাতের আমের যে সব চারা কৃষকদের হাতে তুলে দেওয়া হয়েছিল, তার ফলও এখানে এসেছে। প্রদর্শনীতে আসা সব আমের জাতের মধ্যে প্রতিযোগিতা হবে। যেগুলি বিচরকদের বিচারে সেরা বলে মনে হবে সেগুলি পাবে পুরস্কার। তিনি আরও বলেন, বিলুপ্ত প্রায় যে সব আমের প্রজাতি রয়েছে সেগুলির চারা তৈরি করে আবার ফলন বৃদ্ধির নানান চেষ্টা হচ্ছে। সেই সঙ্গে বিষয়টি নিয়ে কর্মশালার উদ্যোগ নেওয়া হচ্ছে।