নিজস্ব সংবাদদাতা, জলপাইগুড়ি: জলপাইগুড়ি জেলার বেলাকোবা কৃষক বাজার ও শিকারপুর হাট পরিদর্শন করলেন রাজ্যের পঞ্চায়েত ও গ্রামোন্নয়নমন্ত্রী বেচারাম মান্না। ২০ আগস্ট বুধবার শিকারপুর হাট বা বটতলা মার্কেট হাট পরিদর্শনে তাঁর সঙ্গে ছিলেন রাজগঞ্জের বিধায়ক খগেশ্বর রায়, রাজগঞ্জ পঞ্চায়েত সমিতির সভানেত্রী রুপালি দে সরকার, জেলা পরিষদের সদস্য রণবির মজুমদার, উত্তরা বর্মণ সহ স্থানীয় জনপ্রতিনিধিরা।
মন্ত্রীকে কাছে পেয়ে হাট কমিটির সদস্যরা একাধিক দাবি জানান। বেলাকোবা বটতলা মার্কেট হাট ব্যবসায়ী সমিতির সম্পাদক সহিদুল মহম্মদ বলেন, আজ মন্ত্রী আমাদের হাটে এসেছিলেন। বেলাকোবা পুলিশ ফাঁড়িকে এই হাটে স্থানান্তর করার পাশাপাশি জল নিকাশি ব্যবস্থার উন্নয়ন ও গরুহাটির সংস্কারের অস্কারের জন্য তার কাছে দাবি জানিয়েছি। তিনি জানান, মন্ত্রী আশ্বাস দিয়েছেন দ্রুত ব্যবস্থা নেওয়া হবে।
হাট পরিদর্শন শেষে বেচারাম মান্না বলেন, আজ এখানে এসে দেখলাম বেশ কিছু উন্নয়নমূলক কাজের প্রয়োজন রয়েছে। তার মধ্যে রয়েছে জল নিকাশি ব্যবস্থা, প্রায় ১০টি হাইমাস্ট লাইট বসানো, কমিউনিটি টয়লেট নির্মাণ এবং পুলিশ ফাঁড়ির স্থানান্তরের বিষয়গুলি গুরুত্বপূর্ণ। দায়িত্বপ্রাপ্ত আধিকারিকদের পরিকল্পনা নিতে নির্দেশ দেওয়া হয়েছে বলেও জানা তিনি। খুব শিগগিরই প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে বলে তিনি জানিয়েছেন বেচারাম মান্না।