ব্যুরো রিপোর্ট: ২০২৫ সালে পাকিস্তানে (Pakistan) আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি (Champions Trophy 2025) আনুষ্ঠিত হবে। সেরা ৮টি দল তাতে অংশ নেওয়ার কথা। কিন্তু নিরাপত্তার কারণে ভারত (India) পাকিস্তানে খেলতে যাওয়ার ক্ষেত্রে এখনও রাজি হয়নি। ফলে শুধু আর্থিক ক্ষতির মুখে পড়বে পাকিস্তান তাইই নয়, প্রতিযোগিতার জৌলুস অনেকখানি কমে যাবে বলে মত ক্রিকেট বিশেষজ্ঞদের।
এই পরিস্থিতিতে শোনা যাচ্ছে গত বারের মতো হাইব্রিড মডেল মেনে হতে পারে প্রতিযোগিতা। যেখানে ভারতের ম্যাচগুলি পাকিস্তান ছাড়া অন্য কোনও দেশে অনুষ্ঠিত হতে পারে। তবে পাকিস্তান চাইছে ভারত যাতে তাদের দেশে গিয়ে খেলে। কিন্তু ভারত এখনও রাজি হয়নি।
এর মাঝে জানা গিয়েছে এই প্রতিযোগিতা আয়োজন করার জন্য পাকিস্তানের ক্রিকেট বোর্ডকে ১ হাজার ২৮০ কোটি টাকা দিয়েছে আইসিসি। এর ফলে প্রতিযোগিতা ঘিরে অনেকটাই পরিকাঠামো উন্নত করতে পারবে পাকিস্তান। পাক বোর্ডের মুখ্য অর্থ আধিকারিক জাভেদ মুরতাজা জানিয়েছেন, কারাচি, লাহোর, রাওয়ালপিন্ডির যে তিন মাঠে ম্যাচগুলি হবে তার পরিকাঠানো উন্নয়নে এই অর্থ খরচ করা হবে।
শ্রীলঙ্কায় আইসিসির বার্ষিক সভা থাকলেও সেখানে ভারত পাকিস্তান দ্বিপাক্ষিক কোনও আলোচনা হয়নি। পরে পাকিস্তানের তরফে জানানো হয়েছে, এখন আইসিসি-ই বিসিসিআই-র সঙ্গে কথা বলুক। তারাই পাকিস্তানে আসার বিষয়ে ভারতকে বোঝাক। এখন বিষয়টি আইসিসির হাতে। দেখা যাক ভারত পাকিস্তানে যায় নাকি তৃতীয় কোনও দেশে ভারতের ম্যাচের আয়োজন করা হয়।