নিজস্ব সংবাদদাতা, সবং ও নিমতৌড়ি: রাজ্য সম্মেলনের আগে পূর্ব ও পশ্চিম মেদিনীপুরের সমবায় বাঁচাও মঞ্চের ৫ম সম্মেলনে তুলে ধরা হল মাইক্রো ফিনান্সের বিপদের কথা। ৩১ আগস্ট সবংয়ের সামসুদ্দিন প্রাথমিক বিদ্যালয়ে অনুষ্ঠিত হয় পশ্চিম মেদিনীপুরের এবং ৫ সেপ্টেম্বর তমলুকে নিমতৌড়ির এবিটিএ সভা কক্ষে অনুষ্ঠিত হয় পূর্ব মেদিনীপুরের জেলা সম্মেলন।
সবংয়ে সম্মেলনের উদ্বোধন করেন সংগঠনের রাজ্য কমিটির সম্পাদক রাজ্য সম্পাদক সুকান্তি মুখার্জি এবং সমাপ্তী ভাষণ দেন সংগঠনের নেতৃত্ব বিশ্বজিৎ ভট্টাচার্য। ১৫৯ জন প্রতিনিধি এবং সমমনোভাবাপন্ন সংগঠনের নেতৃত্ব সহ মোট ১৭৮ জন উপস্থিত ছিলেন। জেলার প্রায় প্রত্যেকটি ব্লক থেকে রিপোর্টিং করা হয় সম্মেলন মঞ্চে। সেখানে সমবায়গুলির ধ্বংসের দিকে এগিয়ে যাওয়া থেকে আটকাতে আন্দোলন আরও জোরদার করার কথা তুলে ধরেন প্রতিনিধিরা। সর্বসম্মতিক্রমে মোট ৪৭ জনের জেলা কমিটি গঠিত হয়েছে। তৈরি হয়েছে ১২ জনের সম্পাদকমণ্ডলি। সভাপতি নির্বাচিত হয়েছেন গণেশ সামন্ত, সম্পাদক হয়েছেন অমল ঘোড়াই এবং কোষাধ্যক্ষ অভিরাম জানা।

সম্মেলনের পর অমল ঘোড়াই বলেন, মাইক্রো ফিনান্সের দাপাদাপির ফলে গ্রামীন প্রান্তিক কৃষকদের নাভিশ্বাস উঠছে। সেখান থেকে কৃষি ও কৃষকদের বাঁচাতে জেলা জুড়ে সমবায় আন্দোলন আরও জোরদার করার মাধ্যমে সমবায়গুলিকেও এগিয়ে নিয়ে যেতে হবে।
নিমতৌড়িতে বর্ষিয়ান নেতা প্রাক্তন সাংসদ ও বিধায়ক প্রশান্ত প্রধানের পতাকা উত্তোলন করেন পূর্ব মেদিনীপুর সমবায় বাঁচাও মঞ্চের জেলা সম্মেলনের। সম্মেলনে দেড়শোর বেশি প্রতিনিধি অংশ নেন। সম্মেলনের উদ্বোধন করেন পশ্চিমবঙ্গ সমবায় মঞ্চের সভাপতি ভোলানাথ দত্ত।
সম্মেলনকে অভিনন্দন জানিয়ে বক্তব্য রাখেন গণআন্দোলনের নেতা নিরঞ্জন সিহি, সুকান্তি মুখার্জি, বিশ্বজিৎ ভট্টাচার্য সহ নেতৃত্বরা। ২১ জন প্রতিনিধি সম্মেলনে আলোচনায় অংশ নেন। ৪ জন মহিলা নেত্রীসহ ৪২ জনের কমিটিতে সভাপতি হিসাবে হিমাংশু দাস, কার্যকরী সভাপতি কমল তোলা, সম্পাদক গঙ্গাধর মন্ডল, কোষাধক্ষ্য যাদবেন্দ্র নাথ সাহু নির্বাচিত হয়েছেন।
পূর্ব মেদিনীপুরের আলোচনাতেও মাইক্রোফিনান্সের আক্রমণ কথা তুলে ধরা হয়। সেই সঙ্গে কেন্দ্র, রাজ্য সরকারের সমবায় স্বার্থ বিরোধী নীতির অভিযোগ তোলা হয় সম্মেলন মঞ্চে। বলা হয় তৃণমূল, বিজেপির হাত থেকে প্রান্তিক কৃষকসহ সমবায় গুলিকে রক্ষা করতে আগামী দিনে লড়াই সংগ্রামকে তীব্রতর করে তুলতে হবে।
আগামী ১৩ ও ১৪ ই সেপ্টেম্বর উত্তর ২৪ পরগনার বরাহনগর বিটি রোড এলাকায় রাজ্য সম্মেলন অনুষ্ঠিত হবে। দুই জেলার সম্মেলন থেকে রাজ্য সম্মেলনের প্রতিনিধি তালিকা তৈরি হয়।