নিজস্ব প্রতিনিধি, মেদিনীপুর: পবিত্র ঈদ (Eid) উপলক্ষ্যে মেদিনীপুরবাসীর হাতে বিশেষ উপহার তুলে দিলেন পুরসভার একমাত্র কংগ্রেস কাউন্সিলর মহম্মদ সাইফুল। তাঁর সঙ্গে ছিলেন দলের অন্যান্য নেতারা।
খুশির ইদে সরিক হতে সকাল থেকেই তোড়জোড় শুরু হয়েছিল মেদিনীপুর শহরের সুরাবরদি মহল্লার চক এলাকায়। ২১ নম্বর ওয়ার্ডের কংগ্রেস কাউন্সিলর মহম্মদ সাইফুল উদ্যোগে প্রায় ৩০০ জনের হাতে তুলে দেওয়া হয় বস্ত্র এবং সিমুই। এই অনুষ্ঠানকে কেন্দ্র করে সাধারণ মানুষের মধ্যেও ছিল চোখে পড়ার মতো উৎসাহ।
মহম্মদ সাইফুলের সঙ্গে এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ওয়ার্ড সভাপতি সৈয়দ সাকেরুল হক, কংগ্রেস নেতা কুণাল ব্যানার্জী, সামসাদ হোসেন, আইনুল, অনিরুদ্ধ ব্যানার্জী, বাবু, নুরুল, সানি, আনু, সাহিল মহাপাত্র, অরূপ মুখার্জী, রাজেশ হোসেন, কৃষ্ণকালী দে, উমর ফারুক, শেখ বাপি, শেখ বুলান, ভোলানাথ দে সহ অন্যান্যরা।