SSKM-এ নিরাপত্তা ফাঁক: শিশু অধিকার আয়োগ হাসপাতালে পরিদর্শন

নিজস্ব সংবাদদাতা, কলকাতা: কলকাতার এসএসকেএম (SSKM)-এ এক নাবালিকার ধর্ষণের অভিযোগ ঘিরে সম্প্রতি নিরাপত্তা ব্যবস্থা নিয়ে তীব্র প্রশ্ন উঠতে শুরু করেছে। ঘটনার তিন দিন পর রাজ্যের পশ্চিমবঙ্গ শিশু অধিকার সুরক্ষা আয়োগ (WB CPCR)-র প্রতিনিধিদল হাসপাতালে পরিদর্শনে যায়। শনিবার দুপুরে আয়োগের এক তথ্যানুসন্ধানী দল হাসপাতালে পৌঁছে নিরাপত্তার অবস্থা সরেজমিনে পরীক্ষা করে। আয়োগের চেয়ারপার্সন তুলিকা দাস-ও ছিলেন দলে।

হাসপাতালের ট্রমা কেয়ার সেন্টারসহ বিভিন্ন বিভাগ ঘুরে দেখেন প্রতিনিধি দলের সদস্যরা। প্রতিনিধি দল হাসপাতাল কর্তৃপক্ষ, নিরাপত্তা দায়িত্বে থাকা সংস্থা ও পুলিশ কর্মীদের সঙ্গে বৈঠকে বসে নিরাপত্তা দুর্বলতা সম্বন্ধে আলোচনা করে।

পুলিশ ও হাসপাতালে পাওয়া তথ্য অনুসারে, অভিযুক্ত যুবক অতীতে অন্য একটি হাসপাতালে অস্থায়ী কর্মী ছিলেন। এবং সেই সূত্র ধরে এসএসকেএমে যাতায়াত ছিল। অভিযোগ, গত বুধবার নিজেকে ‘ডাক্তার’ বলে পরিচয় দিয়ে বহির্বিভাগ থেকে ওই নাবালিকাকে ভুলিয়ে নিয়ে গিয়ে ট্রমা কেয়ার সেন্টারের শৌচাগারে নিয়ে যাওয়া হয়। সেখানে ধর্ষণের ঘটনা ঘটেছে বলে অভিযোগ।

আইনশৃঙ্খলা রক্ষাকারী সূত্র বলছে, হাসপাতালের পরিচয়পত্র (আইকার্ড) যাচাই, প্রতিটি গেটে নজরদারি, শৌচালয় ও পিছনের গেটেও নিরাপত্তা বাড়ানোর পরামর্শ দিয়েছে পশ্চিমবঙ্গ শিশু অধিকার সুরক্ষা আয়োগ।

তুলিকা দাস বলেন, “যদিও SSKM-এ যথেষ্ট নিরাপত্তা ব্যবস্থা ছিল, তবুও এই ঘটনার প্রেক্ষিতে দেখা যাচ্ছে কোথাও ফাঁক রয়েছে। সে সব চিহ্নিত করে দ্রুত ব্যবস্থা নিতে হবে।” রাজ্য স্বাস্থ্য দফতরও দ্রুত হদিস পেয়েছে এবং সব সরকারি হাসপাতালে নিরাপত্তা জোরদার করার নির্দেশ দেওয়া হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *