পুঁজিপতিদের হাত থেকে মৎস্যজীবীদের বাঁচাতে তীব্র লড়াইয়ের ডাক রাজ্য সম্মেলন

নিজস্ব সংবাদদাতা, দাসপুর: মৎস্যজীবীদের রাজ্য সম্মেলন থেকে রাজ্য ও কেন্দ্রীয় সরকারের নীতির বিরুদ্ধে লাগাতার এবং আরও জোরদার আন্দোলনের আওয়াজ উঠল। পশ্চিম মেদিনীপুরে দাসপুরের গৌরাতে পশ্চিমবঙ্গ রাজ্য মৎস্যজীবী সমিতি (PRMS)-র ১৬তম রাজ্য সম্মেলন অনুষ্ঠিত হল। ১৭ ও ১৮ জুনের এই সম্মেলনে রাজ্যের ১৭টি জেলার প্রায় ২০০ প্রতিনিধি কেন্দ্রীয় নেতৃত্ব অংশ নেন।

সম্মেলন শুরুর আগে আগত প্রতিনিধিদের উদ্দেশ্যে প্রকাশ্যে বক্তব্য রাখার সময় সারা ভারত কৃষক সভার রাজ্য সম্পাদক অমল হালদার তাঁর বক্তব্যে তুলে ধরেন, কী ভাবে সুনির্দিষ্ট নীতি নিয়ে এই দেশকে পুঁজিপতিদের হাতে বেচে দেওয়ার চক্রান্ত করছে কেন্দ্রীয় সরকার। এবং পশ্চিমবঙ্গ সরকারও কার্যত একই নীতি নিয়ে এগিয়ে যাচ্ছে। এর বিরুদ্ধে লড়াই আরও জোরদার করার ডাক দেন তিনি।

কেরল থেকে আসা অল ইন্ডিয়া ফিশার্স অ্যান্ড ফিশারি ওয়ার্কার্স ফেডারেশন (AIFFWF)-এর সাধারণ সম্পাদক পুলুভিলা স্ট্যানলি সম্মেলন মঞ্চ থেকে বলেন, রাজ্যে মৎস্যজীবীদের স্বার্থ রক্ষায় সংগঠন সব রকম পদক্ষেপ করবে। পুঁজিপতিদের বিরুদ্ধে জেলেদের ঐক্যবদ্ধ আন্দোলন এখন সময়ের দাবি।

সম্মেলনে সম্পাদকীয় প্রতিবেদন পেশ করতে গিয়ে বিদায়ী সম্পাদক দেবাশিস বর্মণ তাঁর বক্তব্যে রাজ্যের বর্তমান শাসক দল তথা সরকারের পুকুর নীতির তীব্র সমালোচনা করেন। এবং কেন্দ্রীয় সরকারের ‘নীল অর্থনীতি’ নামে সাগর মালা প্রকল্পে পুঁজিপতিদের হাতে জমি তুলে দিতে প্রান্তিক জেলেদের উচ্ছেদ করছে বলেও অভিযোগ করেন।

সম্মেলন মঞ্চ থেকে আগত প্রতিনিধিরা নতুন সম্পাদক হিসাবে বেছে নেন রবি হালদারকে এবং সভাপতি নির্বাচিত হয়েছেন চরণ হালদার। সম্মেলন মঞ্চ থেকে আগামী ৯ জুলাই CITU সহ কেন্দ্রীয় ট্রেড ইউনিয়নগুলির ডাকে দেশ জুড়ে ধর্মঘটকে সফল করার ডাক দেওয়া হয়। এই ধর্মঘটে আরএসএস পরিচালিত ভারতীয় মজদুর সংঘ ছাড়া সব কেন্দ্রীয় ট্রেড ইউনিয়ন অংশ নিচ্ছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *