নিজস্ব সংবাদদাতা, পানিহাটি: ২১ জুলাইয়ের মঞ্চ থেকে বিরোধীদের থেকে বেশি বার্তা (TMC Clash) দিয়েছেন দলের নেতা কর্মীদেরই। আরও দায়িত্বশীল হওয়া এবং মানুষকে পরিষেবা দেওয়ার কথা বলেন তৃণমূল নেত্রী তথা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। কিন্তু সেই বার্তার রেস কাটার আগেই গোষ্ঠী কোন্দলে জড়াল তৃণমূলের দুই গোষ্ঠী।
উত্তর ২৪ পরগনার পানিহাটির ১৪ নম্বর ওয়ার্ডের রেল পার্কে সংঘর্ষে জড়াল তৃণমূলের দুই গোষ্ঠী। ঘটনার সূত্রপাত রবিবার রাতে রানা বিশ্বাস নামের এক তৃণমূল কর্মীকে মারধরের অভিযোগ ঘিরে। অভিযোগ দলেরই অপর এক গোষ্ঠীর লোকজন রানাকে মারধর করে। সোমবার সকাল থেকে অভিযুক্তদের গ্রেফতারের দাবিতে ঘেরাও চলে খড়দহ থানা।
সেই সঙ্গে সকালে যুব তৃণমূল নেতা বুবাই মল্লিকের অফিসে ভাঙচুরও চালানো হয়। সংবাদমাধ্যমে সেই ভাঙচুরের ভিডিও ছড়িয়ে পড়ে। বুবাইয়ের অভিযোগ, দলের একাংশ তাঁকে কাজই করতে দিচ্ছে না। অফিস পর্যন্ত খুলতে পারছেন না তিনি। পরিস্থিতি নিয়ন্ত্রণে এলাকায় পুলিশ নামাতে হয়। বিকেলে এই সংঘর্ষের ঘটনায় শুভজিৎ শেঠ, সাহেব বিশ্বাস এবং শুভ দাস নামের ৩ তৃণমূল কর্মীকে গ্রেফতার করেছে পুলিশ।
এই সংঘর্ষ ভাঙচুরের ঘটনায় শাসক দলের তীব্র সমালোচনা করেছে সিপিএম এবং বিজেপি। তৃণমূল নেতা পাল্টা শান্তনু সেন বলেন, এই ধরনের ঘটনা দল সমর্থন করে না। কারো কোনও ক্ষোভ থাকলে দলের মধ্যে বলতে পারতেন।