Aquarius: পরিবারের সুখ সুবিধার দিকে আপনাকে বিশেষ নজর দিতে হবে। তাই সকাল থেকেই চেষ্টা করুন যাতে কারোর কোনও অসুবিধা না হয় সে দিকে নজর রাখতে।
কাজের জায়গায় প্ল্যান করে কাজ করার চেষ্টা করুন। তবে কাজের জায়গায় আজকেও অযথা আপনার বিরুদ্ধে কথা বলতে পারে। তাই নিজের কাজ মন দিয়ে করার পাশাপাশি খেয়াল রাখুন কাজে যেন কোনও ভুল না হয়।
অনলাইন যারা কাজ করেন তাদের জন্য দিনটি বেশ ভাল। যাঁরা ক্যাটারিং কাজের সঙ্গে যুক্ত তাঁদের জন্য আজকের দিনটি একটু বিরুদ্ধে থাকতে পারে। তবে সতর্ক থেকে কঠোর পরিশ্রম করুন। সব ঠিক থাকবে
ব্যবসায় টাকা পয়সার হিসেব ভাল করে রাখার চেষ্টা করুন। না হলে কোনও এধার ওধার হতে পারে। চেষ্টা করুন হিসাব সব নিজে খুঁটিয়ে দেখার।
ছাত্র-ছাত্রীদের জন্য দিনটি বেশ ভালো থাকবে। খেলোয়াড় এবং শিল্পীদের ক্ষেত্রেও দিন মোটের উপর ভাল যাবে। যেমন পরিশ্রম করবেন তেমন ফল পাবেন। তাই সকাল থেকেই নিজের কাজে মন দিন।
পারিবারিক জীবনে বাদ বিবাদ হবার সম্ভাবনা রয়েছে। সতর্ক থাকুন। যাতে কাছের মানুষ মনে কোনও আঘাত না পান। এবং চেষ্টা করুন সবাইকে মানিয়ে নিয়ে চলতে। তাতে যদি কিছুটা আত্মত্যাগ করতে হয় তাও করার চেষ্টা করুন, তাতে আপনারই লাভ হবে আখেরে।
স্বাস্থ্য আজ ভালো থাকবে। তাই চিন্তার বিশেষ কোনও কারণ নেই। তবে অনিয়ম করতে যাবেন না। চেষ্টা করুন নিয়ম মেনেই আজ খাওয়া দাওয়া করার।
আজ আপনার জন্য শুভ রঙ হলো নীল এবং শুভ সংখ্যা হল ৩।