Taurus: বৃষ রাশির ৭ অক্টোবরের রাশিফল। বিবাহিত হলে জীবনসঙ্গী না হলে প্রেমের সঙ্গী তাও যদি না থাকে তবে বন্ধুবান্ধব আত্মীয় পরিজন সবার সঙ্গে সম্পর্কে যাতে মজবতি আসে সেদিকে নজর দিন।
যার সঙ্গে সময় কাটাতে আপনার ভালো লাগে তার সঙ্গে আজকে যত পারেন বেশি করে সময় কাটানোর চেষ্টা করুন।
অফিসে আজকে এগিয়ে যাওয়ার জন্য আপনি সিনিয়রদের কাছ থেকে অনুপ্রেরণা পাবেন। চাকুরীজীবীরা যদি চান আপনার কাজে কিছু নতুনত্ব তবে আপনার কাজ করার ধরন বা প্যাটার্ন চেঞ্জ করুন। তার ফলে আপনার কাজের রুচি বাড়বে।
ইলেকট্রিক্যাল বা ইলেকট্রনিক্স কম্পিউটার সফটওয়্যার ব্যবসা বা কাজের সঙ্গে যারা যুক্ত আছেন তাদেরকে আজকে একটু সতর্ক থাকতে হবে।
উৎসবের মৌসুম শুরু হয়ে গিয়েছে। ফলে ব্যবসায়ীরা যদি ব্যবসার কাজের জন্য কিছু শপিং বা কেনাকাটা বা অর্ডার কিছু দিতে চান তবে তা ভেবে চিন্তে দেবেন। ভুল কোনও কিছু অর্ডার বা শপিং যেন না হয়ে যায়।
ব্যবসায়ীরা যদি বড়ো অংকের টাকার লেনদেন করেন তবে নিজের নজরদারিতে তা করুন। না হলে ক্ষতির মুখে পড়তে হতে পারে।
পুলিশ সেনা এডমিনিস্ট্রেটিভ চাকরির জন্য যারা চেষ্টা করছেন তাদের আজকে কোনও আশা পূরণ হতে পারে। বা হাতে কোনও বড় সুযোগ আসতে পারে আজ।
আজকে আপনি জীবনে যে ক্ষেত্রেই যে দায়িত্ব পাবেন তা হাসিমুখে পালন করুন।
আপনি যদি কোন নেশা করেন বা নেশাতে যদি একবারে ডুবে থাকেন তবে আজ আপনার অসুস্থ হওয়ার সম্পূর্ণ যোগ রয়েছে। তাই আগের থেকে সতর্ক হয়ে নেশা থেকে বেরিয়ে আসার বা দূরে থাকার চেষ্টা করুন।
আজ আপনার জন্য শুভ রঙ রূপালী শুভ সংখ্যা ১।