ভর্তুকিতে কৃষিযন্ত্র কেনার সুবর্ণ সুযোগ দিচ্ছে রাজ্য সরকার

ব্যুরো রিপোর্ট: যে কৃষকরা নিজেরা পাওয়ার টিলার, সোলার পাওয়ার চালিত সাবমার্সিবল বা ছোট যন্ত্রপাতি কিনতে বা ভাড়া কেন্দ্র তৈরি করতে চান তাঁদের জন্য সুবর্ণ সুযোগ দিচ্ছে পশ্চিমবঙ্গ সরকারের কৃষি দফতর। বড় যন্ত্রপাতির ক্ষেত্রে ৩ লক্ষ বা ৬০ শতাংশ পর্যন্ত ভর্তুকির ব্যবস্থা থাকছে। এই সুবিধা পেতে অনলাইনে https://wbfms.wb.gov.in সাইটে আবেদন করা যাবে (www.matirkatha.net সাইটে নয়, এটি পুরনো সাইট, এই সাইটে এখন আর আবেদন করা যায় না)।

কৃষি যন্ত্রপাতি কেনার জন্য সরকারি ভর্তুকি পেতে এ বছর এই গুরুত্বপূর্ণ তথ্যগুলি জানা দরকার: ১০ই সেপ্টেম্বর ২০২৫ থেকে ৩ নভেম্বর ২০২৫ পর্যন্ত অনলাইনে https://wbfms.wb.gov.in ওয়েবসাইটে ফর্মফিলাপ/আবেদন করা যাবে।

২০২৫-২৬ বর্ষে সরকারি ভর্তুকিতে কৃষি যন্ত্রপাতি ক্রয়ের ভর্তুকির পরিমাণ:

১) OTA-SFI – ছোট যন্ত্রপাতির ক্ষেত্রে সর্বোচ্চ ভর্তুকির পরিমাণ ১০ হাজার টাকা অথবা ৫০%।

২) FSSM – বড় যন্ত্রপাতির ক্ষেত্রে সর্বোচ্চ ভর্তুকির পরিমাণ ৩ লক্ষ টাকা অথবা ৫০% – ৬০%।

আবেদন করতে:

১) নিজের নামে কৃষক বন্ধু করা থাকতে হবে।

২) নিজের নামে কৃষি জমির ROR থাকতে হবে।

৩) কৃষকের বয়স ১৮ থেকে ৭০ বছর হতে হবে।

৪) শেষ চার বছরে যারা OTA/FSSM প্রকল্পে ভর্তুকি পেয়েছেন, সেই স্বামী ও স্ত্রী আবেদন করতে পারবেন না।

৫) সরকারি কর্মচারি/পেনশনভুক্ত সরকারি কর্মচারি/অস্থায়ী গ্রুপ-ডি কর্মচারি/সিভিক ভলেন্টিয়ার ও তাদের স্বামী/স্ত্রীরাও আবেদন করতে পারবেন না।

৬) পাওয়ার টিলার ও সোলার সাবমার্সিবলের জন্য নিজের নামে কমপক্ষে ৫০ শতক কৃষিজমি থাকতে হবে।

বিস্তারিত জানার জন্য এবং এই প্রক্রিয়া সম্পূর্ণ করতে পাড়ায় সমাধান এবং দুয়ারে সরকারের ক্যাম্পে যোগাযোগ করুন। আরও বিস্তারিত জানার জন্য নিকটবর্তী কৃষি অফিসে যোগাযোগ করতে পারেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *