ব্যুরো রিপোর্ট: জামিনে তিহার জেল থেকে বেরিয়েই ঘোষণা করেন মানুষের রায়ে জিতেই তবে ফের মুখ্যমন্ত্রী (Delhi CM) হবেন। দিল্লির বর্তমান মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালের (Arvind Kejriwal) এই ঘোষণার পরই জল্পনা শুরু হয়ে গিয়েছে তাহলে কে হবেন পরবর্তী মুখ্যমন্ত্রী। জল্পনা এবং রাজনৈতিক হিসাবে উঠে আসছে অন্তত ৫ আপ নেতার নাম।
কেজরিওয়ালের মতোই প্রাক্তন উপমুখ্যমন্ত্রী মণীশ সিসোদিয়াও ঘোষণা করেছেন তিনিও মানুষের ভোটে জিতে তবেই ফের সরকারি পদে বসবেন। তাই কেজরিওয়ালের পর সিসোদিয়ার দিল্লির মুখ্যমন্ত্রী পদে বসার সব জল্পনাতে ইতিমধ্যেই জল ঢালা হয়ে গিয়েছে। তাই প্রশ্ন তাহলে পরের মুখ্যমন্ত্রী কে?
তালিকায় আপাতত ৫ আপ নেতার নাম উঠে আসছে। তাঁরা হলেন অতিশি, সৌরভ ভরদ্বাজ, রাঘব চড্ডা, কৈলাশ গহলোট, সঞ্জয় সিং। এখন দেখার এই পাঁচ নেতার মধ্যেই কেউ দিল্লির মুখ্যমন্ত্রী হন নাকি সবাইকে চমকে দিয়ে আম আদমি পার্টির তরফে অন্য কোনও নাম সামনে চলে আসে। তবে আপাতত এই ৫ আপ নেতাই আলোচনার শীর্ষে।
অতিশি একজন অক্সফোর্ড ইউনিভার্সিটির প্রাক্তনি। বর্তমানে তিনি দিল্লির শিক্ষা এবং পূর্ত দফতরের দায়িত্ব সামলাচ্ছেন। মণীশ সিসোদিয়া জেলে যাওয়ার পর কালকাজির এই বিধায়ককে মন্ত্রিসভায় নিয়ে আসেন কেজরিওয়াল। দক্ষতার সঙ্গে তিনি সেই দায়িত্ব পালন করেন। এমনকি ১৫ অগস্ট দিল্লি সরকারের স্বাধীনতা দিবসের অনুষ্ঠানে তাঁকেই পতাকা উত্তোলনের দায়িত্ব দিয়েছিলেন কেজরিওয়াল। কিন্তু সেই পরিকল্পনা ভেস্তে দেন দিল্লির লেফ্টন্যান্ট গভর্নর ভিকে সাক্সেনা।
অতিশি ছাড়া সৌরভ ভরদ্বাজের নামও উঠে আসছে ভাবি মুখ্যমন্ত্রী হিসাবে। তিনি গ্রেটার কৈলাশ বিধানসভা থেকে তিন বারের বিধায়ক। বর্তমানে তিনি ভিজিল্যান্স এবং স্বাস্থ্য দফতর সামলাচ্ছেন। ৪৯ বছরের এই আপ নেতার নামও আলোচনায় রয়েছে।
তৃতীয় যে নাম নিয়ে জোর চর্চা হচ্ছে তা হল আম আদমি পার্টির রাজ্যসভার সদস্য রাঘব চড্ডা। আপের অন্যতম মুখ রাঘব আপের ন্যাশনাল এক্সিকিউটিভ এবং পলিটিক্যাল অ্যাফেয়ার্স কমিটির সদস্য। সব দিক বিবেচনা করে তাঁর নামও মুখ্যমন্ত্রীর পদপ্রার্থী হিসাবে আলোচনায় রয়েছে। এছাড়াও আপের দিল্লি মন্ত্রিসভার গুরুত্বপূর্ম মন্ত্রী কৈলাশ গেহলোট এবং রাজ্যসভার সদস্য সঞ্জয় সিংয়ের নামও উঠে এসেছে এই তালিকায়। এখন দেখার নতুন কোন মুখ্যমন্ত্রী পান দিল্লিবাসীরা।